You will be redirected to an external website

Rohit Sharma: আন্তর্জাতিক ক্রিকেটে রেকর্ড গড়লেন রোহিত শর্মা,ছক্কা হাঁকানোয় রেকর্ড গড়লেন রোহিত

Rohit-Sharma:-আন্তর্জাতিক-ক্রিকেটে-রেকর্ড-গড়লেন-রোহিত-শর্মা,ছক্কা-হাঁকানোয়-রেকর্ড-গড়লেন-রোহিত

আন্তর্জাতিক ক্রিকেটে রেকর্ড গড়লেন রোহিত শর্মা

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রাজকোটে খেলতে নেমে রেকর্ড গড়লেন রোহিত শর্মা। আন্তর্জাতিক ক্রিকেটে ৫৫০টি ছক্কা হাঁকালেন তিনি। ক্রিস গেলকে টপকে সব থেকে কম ম্যাচ খেলে এই মাইলফলক পার করলেন রোহিত। 

ইউনিভার্স বস নামেও পরিচিত গেল। তিনিই একমাত্র ক্রিকেটার যাঁর আন্তর্জাতিক ক্রিকেটে (টেস্ট, এক দিনের ম্যাচ এবং টি-টোয়েন্টি মিলিয়ে) ৫৫০টির বেশি ছক্কা মারার কৃতিত্ব আছে। রোহিত ৫৫০টি ছক্কা মারলেন ৪৫১টি ম্যাচ খেলে। গেলের থেকে কম ম্যাচ খেলে ৫৫০টি ছক্কা মেরেছেন রোহিত। গেল ৪৮৩টি ম্যাচ খেলে ৫৫৩টি ছক্কা মেরেছেন। আন্তর্জাতিক ক্রিকেটে সেটাই সর্বোচ্চ। রোহিত ছাড়া আর কোনও ক্রিকেটার এই মুহূর্তে আন্তর্জাতিক ক্রিকেটে ৫৫০টি ছক্কা মারার কাছে নেই। তৃতীয় স্থানে রয়েছেন শাহিদ আফ্রিদি। পাকিস্তানের ব্যাটার ৪৭৬টি ছক্কা মেরেছেন। 

রোহিত এখনও পর্যন্ত ৫২টি টেস্ট, ২৫১টি এক দিনের ম্যাচ এবং ১৪৮টি টি-টোয়েন্টি খেলেছেন। এর মধ্যে টেস্টে ৭৭টি, এক দিনের ক্রিকেটে ২৯১টি এবং টেস্টে ১৮২টি ছক্কা মেরেছেন ভারত অধিনায়ক। ভারতীয়দের মধ্যে সব থেকে বেশি ছক্কা মারার তালিকায় রোহিতের পরেই রয়েছেন মহেন্দ্র সিংহ ধোনি। ভারতের প্রাক্তন অধিনায়ক আন্তর্জাতিক ক্রিকেটে ৩৫৯টি ছক্কা মেরেছিলেন।

AUTHOR :RIMA

টি-টোয়েন্টি-বিশ্বকাপের-জন্য-বিশেষ-প্রস্তুতি-নিচ্ছেন-কোহলি,-ফিটনেস-বাড়াতে-কী-করছেন Read Previous

টি-টোয়েন্টি বিশ্বকাপের ...

World-Cup-2023:-গোড়ালিতে-চোট,বিশ্বকাপের-প্রথম-ম্যাচে-অনিশ্চিত-শাকিব Read Next

World Cup 2023: গোড়ালিতে চোট,বিশ...