বাংলাদেশকে হারিয়ে উত্তর দিলেন রোহিত
বিরাট কোহলির শতরানে বাংলাদেশকে হারিয়ে বিশ্বকাপে টানা চারটি ম্যাচ জিতে নিল ভারত। বৃহস্পতিবার পুণেতে পড়শি দেশকে এত টুকু সুযোগ দিল না রোহিত শর্মার দল। কোহলি ছাড়াও রোহিত শর্মা এবং শুভমন গিলের ফর্ম ভরসা দিল ভারতকে। কিন্তু চিন্তা থেকে গেল হার্দিক পাণ্ড্যকে নিয়ে। তিনি বল করার সময় গোড়ালি ঘুরে যাওয়ায় চোট পান।
ভারত ব্যাট করতে নামলেও হার্দিকের নামার সম্ভাবনা ছিল না। তাঁর পা ফুলে রয়েছে। স্ক্যান করা হয়েছে আগেই। ভারতের অধিনায়ক বললেন, “ওর পেশিতে টান লেগেছে এবং পা ফুলে রয়েছে। খুব বড় ক্ষতি হয়েছে এখনই বলা যাবে না। তাই এই খবরটা আমাদের কাছে ভাল। কিন্তু এ ধরনের চোটে প্রতি দিন পরীক্ষা করতে হয়। আমরাও আগামী দিনগুলিতে যেটা দরকার সেটাই করব।”
ভারতের বিরাট জয় নিয়ে রোহিত বলেছেন, “দারুণ একটা জয়। আমরা এটাই চাইছিলাম। শুরুটা ভাল হয়নি। কিন্তু পরের দিকে আমরা সেটাকে ভাল ভাবে সামাল দিয়েছি। শেষের দিকেও ভাল খেলেছি।” দলের বোলিং এবং ফিল্ডিং নিয়েও বেশ খুশি তিনি। বলেছেন, “গত যে তিনটে ম্যাচ আমরা খেলেছি প্রত্যেকটাতেই অসাধারণ ফিল্ডিং করেছে ছেলেরা।