You will be redirected to an external website

ICC Ranking: টেস্ট ব্যাটারদের ক্রমতালিকায় প্রথম ১০-এ ফিরলেন রোহিত

ICC-Ranking:-টেস্ট-ব্যাটারদের-ক্রমতালিকায়-প্রথম-১০-এ-ফিরলেন-রোহিত

টেস্ট ব্যাটারদের ক্রমতালিকায় প্রথম ১০-এ চলে এলেন রোহিত

দ্বিতীয় টেস্টের পর আরও এগোলেন ক্রমতালিকায়। ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে সাফল্যের সুবাদে টেস্ট ব্যাটারদের ক্রমতালিকায় প্রথম ১০-এ চলে এলেন রোহিত শর্মাও।টেস্ট ব্যাটারদের ক্রমতালিকায় যশস্বী প্রথম টেস্ট খেলেই ৭৪ নম্বরে জায়গা পেয়েছিলেন। ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের পর ১১ ধাপ উঠে ৬৩ নম্বরে রয়েছেন ভারতীয় দলের তরুণ ওপেনার।

ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে সাফল্যের সুবাদে অধিনায়ক রোহিত রয়েছেন ক্রমতালিকার নবম স্থানে। ভারতীয়দের মধ্যে তিনিই শীর্ষে। তাঁর ঝুলিতে রয়েছে ৭৫৯ পয়েন্ট। যুগ্ম ভাবে তাঁর সঙ্গে নবম স্থানে রয়েছেন শ্রীলঙ্কার দিমুথ করুণারত্নে। তিন ধাপ নেমে ১২ নম্বরে রয়েছেন ঋষভ পন্থ। তাঁর সংগ্রহ ৭৪৩ পয়েন্ট। যদিও গাড়ি দুর্ঘটনার জন্য প্রায় সাত মাস তিনি মাঠের বাইরে। ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে শতরান করেও ক্রমতালিকায় এগোতে পারেননি বিরাট কোহলি।

এই তালিকায় আবার শীর্ষে উঠে এসেছেন নিউ জ়িল্যান্ডের কেন উইলিয়ামসন। তাঁর সংগ্রহ ৮৮৩ পয়েন্ট। দ্বিতীয় স্থানে অস্ট্রেলিয়ার মার্নাস লাবুশেন এবং তৃতীয় স্থানে রয়েছেন ইংল্যান্ডের জো রুট। তাঁদের সংগ্রহে যথাক্রমে ৮৬৯ এবং ৮৫২ পয়েন্ট রয়েছে। অ্যাশেজ সিরিজ়ে ভাল পারফরম্যান্সের পুরস্কার পেয়েছেন ইংল্যান্ডের জ্যাক ক্রলি, হ্যারি ব্রুক, জনি বেয়ারস্টোরা।

AUTHOR :RIMA

টি-টোয়েন্টি-বিশ্বকাপের-জন্য-বিশেষ-প্রস্তুতি-নিচ্ছেন-কোহলি,-ফিটনেস-বাড়াতে-কী-করছেন Read Previous

টি-টোয়েন্টি বিশ্বকাপের ...

India-Vs-West-Indies:-প্রথম-এক-দিনের-ম্যাচে-পাঁচ-উইকেট-জিতল-ভারত,‘কুল-জা’-জুটির-দাপটে-জয় Read Next

India Vs West Indies: প্রথম এক দিনের ম...