You will be redirected to an external website

India vs England: রোহিতের চোট, তৃতীয় দিন ফিল্ডিং করছেন না ভারত অধিনায়ক

India-vs-England:-রোহিতের-চোট,-তৃতীয়-দিন-ফিল্ডিং-করছেন-না-ভারত-অধিনায়ক

ধর্মশালায় তৃতীয় দিন সকালে ফিল্ডিং করতে নামলেন না রোহিত

ধর্মশালায় তৃতীয় দিন সকালে ফিল্ডিং করতে নামলেন না রোহিত শর্মা। ভারত অধিনায়কের পিঠে চোট। পেশি শক্ত হয়ে গিয়েছে বলে জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। সেই কারণে ফিল্ডিং করতে পারছেন না তিনি।

শনিবার সকালে ভারতের ইনিংস শেষ হয়ে যায় ৪৭৭ রানে। ২৫৯ রানে লিড নেয় ভারত। তার পরেই দেখা যায় বুমরার নেতৃত্বে খেলতে নামছে তারা। ফিল্ডিং করতে নামেননি রোহিত। বোর্ডের তরফে জানানো হয়, রোহিতের পিঠে সমস্যা রয়েছে। তাঁর পেশি শক্ত হয়ে গিয়েছে। বেশি পরিশ্রমের ফলে কখনও কখনও এমনটা হয়। টানা পাঁচটি টেস্ট খেলার ধকলের ফলে হয়তো রোহিতের এই সমস্যা হয়েছে।

শুক্রবার শতরান করেছিলেন রোহিত। ১৬২ বলে ১০৩ রান করেছিলেন তিনি। ১৩টি চার এবং তিনটি ছক্কাও মারেন। রোহিতের সেই ইনিংস ভারতকে বড় রান তুলতে সাহায্য করে। সঙ্গে ছিলেন শুভমন গিল।

ধর্মশালা টেস্টে ইংল্যান্ড প্রথম ইনিংসে ২১৮ রান তোলে। জবাবে খেলতে নেমে ভারত তোলে ৪৭৭ রান। শতরান করেন রোহিত শর্মা এবং শুভমন গিল। সেই ইনিংসে ইংল্যান্ডের হয়ে ৫ উইকেট নিলেন বশির। ২৫৯ রানে লিড নিল ভারত।

AUTHOR :RIMA

টি-টোয়েন্টি-বিশ্বকাপের-জন্য-বিশেষ-প্রস্তুতি-নিচ্ছেন-কোহলি,-ফিটনেস-বাড়াতে-কী-করছেন Read Previous

টি-টোয়েন্টি বিশ্বকাপের ...

Rajasthan-Royals:-দুরন্ত-চহাল!-ঘরের-মাঠেও-ব্যাটিং-বিপর্যয়-হার্দিকের-মুম্বইয়ের Read Next

Rajasthan Royals: দুরন্ত চহাল! ঘরের ...