You will be redirected to an external website

নিজের ব্যর্থতা নিয়ে চুপ, চোখের জল মুছে রোহিত হারের জন্য কাঠগড়ায় তুললেন এক সতীর্থকেই

নিজের-ব্যর্থতা-নিয়ে-চুপ,-চোখের-জল-মুছে-রোহিত-হারের-জন্য-কাঠগড়ায়-তুললেন-এক-সতীর্থকেই

ব্যাটিং নিয়ে তেমন অভিযোগ নেই রোহিতের

সেমিফাইনালেই টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায় নিতে হবে, ভাবতে পারেননি রোহিত শর্মা। ইংল্যান্ডের কাছে ১০ উইকেটে হেরে হতাশ ভারত অধিনায়ক মেনে নিলেন দলের ব্যর্থতা। দায়ী করলেন বিশেষ এক জনের ব্যর্থতাকে।

খেলা শেষ হওয়ার পরে দেখা যায়, ডাগ আউটে বসে চোখের জল মুছছেন ভারত অধিনায়ক। বেশ কিছু ক্ষণ পরে নিজেকে সামলে নিয়ে ম্যাচের কাটাছেঁড়া করতে বসেন তিনি। রোহিত হারের জন্য দুষলেন মূলত বোলারদের। তার মধ্যে আলাদা করে বেছে নিলেন ভুবনেশ্বর কুমারের প্রথম ওভার। ভারত অধিনায়কের মতে, ওই ওভারটাই ছন্দ নষ্ট করে দেয়। ম্যাচের পরে তিনি বলেন, ‘‘ভুবনেশ্বর কুমারের প্রথম ওভারটা ঠিকঠাক হল না। ঠিক জায়গায় বলই রাখতে পারল না। আমাদের পরিকল্পনা ছিল আঁটোসাটো বল করা। ইংল্যান্ডের ব্যাটারদের মারার জায়গা না দেওয়ার পরিকল্পনা ছিল আমাদের। উইকেটের দু’পাশের এলাকা নিয়ে সতর্ক ছিলাম আমরা। কারণ এই মাঠে উইকেটের দু’পাশে প্রচুর রান ওঠে। এই ম্যাচেও উঠেছে। ভাল বল করার পরেও ব্যাটাররা রান করলে বলার কিছু থাকে না। কিন্তু আমরা তো ভাল বলই করতে পারিনি।’’

ব্যাটিং নিয়ে তেমন অভিযোগ নেই রোহিতের। বলেছেন, ‘‘এই ফলাফল খুবই হতাশার। মনে হয় আমরা ভালই ব্যাট করেছি। বিশেষ করে ইনিংসের শেষ দিকে আমাদের ব্যাটিং ভাল হয়েছে। আসলে আমরা ভাল বল করতে পারিনি। উইকেট এমনও ছিল না, যে মাত্র ১৬ ওভারেই প্রতিপক্ষ লক্ষ্যে পৌঁছে যাবে নেমে। বল হাতে কিছুই করতে পারিনি আমরা।’’ রোহিত ব্যাটিং ভাল হয়েছে বলে দাবি করলেও, সেমিফাইনালে প্রথম ছয় ওভারের পাওয়ার প্লেতে উঠেছে মাত্র ৩৮ রান।

AUTHOR :RIMA

টি-টোয়েন্টি-বিশ্বকাপের-জন্য-বিশেষ-প্রস্তুতি-নিচ্ছেন-কোহলি,-ফিটনেস-বাড়াতে-কী-করছেন Read Previous

টি-টোয়েন্টি বিশ্বকাপের ...

বিশ্বকাপে-কি-বিরাট-রোহিতদের-আর-দেখা-যাবে?-ম্যাচ-হারের-পর-উত্তর-দিলেন-দ্রাবিড় Read Next

বিশ্বকাপে কি বিরাট-রোহি...