You will be redirected to an external website

বাকি একটি জায়গা, লড়ছে তিন দল! রোহিত, কোহলিদের সামনে একটাই অঙ্ক

বাকি-একটি-জায়গা,-লড়ছে-তিন-দল!-রোহিত,-কোহলিদের-সামনে-একটাই-অঙ্ক

রোহিত, কোহলিদের সামনে একটাই অঙ্ক

গুজরাত টাইটান্স, চেন্নাই সুপার কিংস ও লখনউ সুপার জায়ান্টস ইতিমধ্যেই শেষ চারে জায়গা করে নিয়েছে। বাকি একটি জায়গা। তার জন্য লড়ছে তিনটি দল। আরসিবি, মুম্বই ইন্ডিয়ান্স ও রাজস্থান রয়্যালস, তিন দলেরই সুযোগ রয়েছে প্লে-অফে ওঠার।

প্লে-অফে ওঠার ক্ষেত্রে সব থেকে বেশি এগিয়ে রয়েছেন বিরাট কোহলিরা। ১৩ ম্যাচে ১৪ পয়েন্ট তাঁদের। শেষ ম্যাচে গুজরাত টাইটান্সকে হারাতে পারলেই শেষ চারের জায়গা প্রায় পাকা হয়ে যাবে কোহলিদের। কারণ, নেট রানরেটে মুম্বই ইন্ডিয়ান্সের (-০.১২৮) থেকে অনেকটা এগিয়ে আরসিবি (০.১৮০)। তা ছাড়া লিগের শেষ ম্যাচ খেলবে আরসিবি। তাই যদি মুম্বই ইন্ডিয়ান্স নিজেদের ম্যাচ জেতে তার পরেও আরসিবিকে কত রানে বা উইকেটে জিততে হবে সেটা জেনেই খেলতে নামবে তারা।

মুম্বইয়ের পয়েন্ট ১৩ ম্যাচে ১৪। প্লে-অফে ওঠার জন্য রোহিত শর্মাদের প্রথম কাজ নিজেদের ম্যাচে জেতা। শুধু জিতলেই হবে না বড় ব্যবধানে জিততে হবে রোহিতদের। যাতে আরসিবির থেকে বেশি নেট রানরেট হতে পারে তাঁদের। আর যদি আরসিবি নিজেদের ম্যাচ হারে তা হলে রোহিতরা জিতে গেলেই প্লে-অফে চলে যাবেন।

রাজস্থানের কোনও খেলা বাকি নেই। ১৪ ম্যাচে তাদের পয়েন্ট ১৪। কিন্তু এখনও প্লে-অফে ওঠার সুযোগ রয়েছে সঞ্জু স্যামসনদের। তাঁদের নেট রানরেট ০.১৪০। যদি আরসিবি ও মুম্বই নিজেদের ম্যাচে হারে তা হলে তাদেরও পয়েন্ট হবে ১৪। সে ক্ষেত্রে নেট রানরেট দেখা হবে। মুম্বইয়ের নেট রানরেট রাজস্থানের থেকে কম।

AUTHOR :RIMA

টি-টোয়েন্টি-বিশ্বকাপের-জন্য-বিশেষ-প্রস্তুতি-নিচ্ছেন-কোহলি,-ফিটনেস-বাড়াতে-কী-করছেন Read Previous

টি-টোয়েন্টি বিশ্বকাপের ...

আজ-মুম্বইয়ের-মরণ-বাঁচন-ম্যাচ,প্লে-অফের-টিকিট-কি-পাবে-মুম্বই? Read Next

আজ মুম্বইয়ের মরণ-বাঁচন ম...