You will be redirected to an external website

Rohit Sharma: ৮ বছরের পার্টনারশিপ, বিবাহবার্ষিকীতে ঋতিকাকে ভালোবাসায় ভরালেন রোহিত

Rohit-Sharma:-৮-বছরের-পার্টনারশিপ,-বিবাহবার্ষিকীতে-ঋতিকাকে-ভালোবাসায়-ভরালেন-রোহিত

বিবাহবার্ষিকীতে ঋতিকাকে ভালোবাসায় ভরালেন রোহিত

আজ, ১৩ ডিসেম্বর ভারত অধিনায়ক রোহিত শর্মা ও তাঁর স্ত্রী ঋতিকা সজদের বিবাহবার্ষিকী। দেখতে দেখতে ৮ বছর একসঙ্গে কাটিয়ে ফেললেন রোহিত-ঋতিকা।২০১৫ সালের ১৩ ডিসেম্বর নিজের ম্যানেজারের সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন রোহিত শর্মা। ঋতিকার সঙ্গে রোহিতের আলাপ হয় কাজের সূত্রে। সেখান থেকে ধীরে ধীরে বন্ধুত্ব, প্রেম তারপর বিয়ে।রোহিত শর্মা কেরিয়ারের শুরুর দিকে যখন ভারতীয় টিমে নিজের জায়গা পাকা করার চেষ্টা করতেন, সেই সময় ঋতিকা ছিলেন তাঁর ম্যানেজার। শুরুর দিকে ফোনেই কাজ সংক্রান্ত করা হত দু'জনের।

পরবর্তীতে এক শুটিংয়ের কাজের জন্য ঋতিকা ও রোহিতের প্রথম দেখা হয়। সেই সময় আবার ঋতিকা ও রোহিতের আলাপ করিয়ে দেন যুবরাজ সিং। একইসঙ্গে যুবরাজ আবার রোহিতকে সতর্ক করে দেন ঋতিকা তাঁর বোন। তাই রোহিত যেন তাঁর সঙ্গে প্রেম না করেন।টিমের সিনিয়র ক্রিকেটার যুবরাজ সিংয়ের কথায় অবশ্য কান দেননি রোহিত। প্রথম বার দেখা হওয়ার পর থেকে ধীরে ধীরে বন্ধুত্ব গভীর হতে শুরু করে রোহিত-ঋতিকার। এরপর ৬ বছর ধরে ডেটিং করেন দু'জনে।

প্রেম নিবেদন করার জন্য অনেকেই বিশেষ জায়গা বেছে নেন। রোহিত শর্মাও নিজের মনের কথা ঋতিকাকে এক বিশেষ জায়গায় জানিয়েছিলেন। কোনও সমুদ্রসৈকত বা বিদেশের কোনও রোম্যান্টিক জায়গায় নয় বোরিভেলির স্পোর্টস কমপ্লেক্সে, যেখানে রোহিত ১১ বছর বয়সে ক্রিকেট খেলা শুরু করেন, সেখানে ঋতিকাকে মনের কথা জানিয়েছিলেন রোহিত।

AUTHOR :RIMA

টি-টোয়েন্টি-বিশ্বকাপের-জন্য-বিশেষ-প্রস্তুতি-নিচ্ছেন-কোহলি,-ফিটনেস-বাড়াতে-কী-করছেন Read Previous

টি-টোয়েন্টি বিশ্বকাপের ...

অর্জুন-পুরস্কারের-জন্য-মনোনীত-মহম্মদ-শামির-নাম,সুপারিশ-করল-বিসিসিআই Read Next

অর্জুন পুরস্কারের জন্য ...