You will be redirected to an external website

Cristiano Ronaldo :রেগে গেলেন রোনাল্ডো, মাঠের মধ্যেই চড়াও রেফারির উপর

Cristiano-Ronaldo-:রেগে-গেলেন-রোনাল্ডো,-মাঠের-মধ্যেই-চড়াও-রেফারির-উপর

মাঠেই রেগে গেলেন রোনাল্ডো

আল নাসেরের হয়ে খেলতে নামলে প্রতি ম্যাচেই রেগে যাচ্ছেন পর্তুগিজ তারকা। কখনও গোল করতে না পেরে ক্ষোভ দেখাচ্ছেন। কখনও দলের হারের পর সতীর্থদের উপর ক্ষিপ্ত। এ বার রেফারির উপর চড়াও হতে দেখা গেল তাঁকে। তবে আশার কথা, দল জিতেছে। রোনাল্ডো নিজে গোলও পেয়েছেন।

সৌদি প্রো লিগে আল-রায়েদের বিরুদ্ধে খেলতে নেমেছিল আল নাসের। চার মিনিটেই গোল করেন রোনাল্ডো। বিরতিতে ২-০ গোলে এগিয়ে যায় তারা। দ্বিতীয়ার্ধে ৫৬ মিনিটের মাথায় ওই ঘটনা ঘটে।

বাঁ দিক থেকে বল নিয়ে বিপক্ষের পেনাল্টি বক্সের মধ্যে ঢুকে পড়েছিলেন রোনাল্ডো। লক্ষ্য ছিল গোলে শট নেওয়া। কিন্তু তার আগেই আল-রায়েদের ডিফেন্ডার মুবারক আব্দুলরহমান আল রাজেহ তাঁকে ট্যাকল করেন। রোনাল্ডো মাটিতে পড়ে যান। সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে পেনাল্টির আবেদন করেন পর্তুগিজ তারকা। কিন্তু রেফারি সেই আবেদনে কর্ণপাত করেননি। তাতেই হতাশায় মাটিতে দু’-তিনবার চাপড় মারেন রোনাল্ডো। সতীর্থরা তখনও পেনাল্টির আবেদন করছিলেন। ভার-এর পরীক্ষা করার পরেও পেনাল্টি দেওয়া হয়নি।

AUTHOR :RIMA

টি-টোয়েন্টি-বিশ্বকাপের-জন্য-বিশেষ-প্রস্তুতি-নিচ্ছেন-কোহলি,-ফিটনেস-বাড়াতে-কী-করছেন Read Previous

টি-টোয়েন্টি বিশ্বকাপের ...

মাঠের-মধ্যে-আবার-বিবাদে-জড়ালেন-বিরাট-কোহলি-ও-গৌতম-গম্ভীর... Read Next

মাঠের মধ্যে আবার বিবাদে ...