দেশবাসীকে শুভেচ্ছা সচিন তেন্ডুলকর
সচিন টুইট করে লিখেছেন, “ইসরোর পে লোডে ১৪০ কোটি দেশবাসী স্বপ্ন, গর্ব এবং বিশ্বাস রয়েছে। চন্দ্রযান-৩ এর উৎক্ষেপণ আমাদের সবার হৃদয়কে গর্বে ভরিয়ে দিয়েছে। সব বিজ্ঞানীদের তাঁদের অক্লান্ত পরিশ্রম এবং প্রচেষ্টার জন্য শুভেচ্ছা জানাই। দেশবাসীর জন্য আজকের দিনটি স্মরণীয় হয়ে থাকবে। জয় হিন্দ।” সেই ২০০৩ সাল থেকে চাঁদে পাড়ি দেওয়ার স্বপ্ন দেখছে ভারত। বছর চারেক আগে একেবারে শেষমুহূর্তে গিয়ে স্বপ্ন ভেঙে গিয়েছিল। কিন্তু এ বার অতীতের থেকে শিক্ষা নিয়ে চন্দ্রযানের সফল ল্যান্ডিংয়ের জন্য তৈরি দেশের মহাকাশ সংস্থা ISRO।
অন্ধ্রপ্রদেশের শ্রী হরিকোটার স্পেস সেন্টার থেকে চন্দ্রযান-৩ এর সফল উৎক্ষেপণ হয়েছে। যার সঙ্গে জড়িয়ে রয়েছে ১৪০ কোটি ভারতীয়র স্বপ্ন। বিশ্বের প্রথম দেশ হিসেবে আগামী ২৩ অগস্ট চাঁদের দক্ষিণ মেরুতে ল্যান্ড করার কথা চন্দ্রযান-৩ এর। এমন দিনে দেশের বিজ্ঞানীদের টুইট করে শুভেচ্ছা জানালেন মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর।চন্দ্রযান ৩-র চাঁদে পৌঁছতে ৪০ দিনের মতো সময় লাগবে। ১৭৯ কিমি যাত্রার পর রকেটের থেকে আলাদা হয়ে যায় চন্দ্রযান-৩। ৪০ দিন সময়ের মধ্যে চন্দ্রযান-৩ আনুমানিক ৩.৮৪ লাখ কিমি পথ যাত্রা করবে।