চা ও টোস্ট বিস্কুট খেলেন সচিন
ঘুরতে বেরিয়ে হাইওয়ের ধারে গাড়ি থামিয়ে চা-বিস্কুট খাওয়াটা সাধারণ বিষয়। কিন্তু এমন কান্ড যদি সচিন তেন্ডুলকর ঘটান। তাহলে বিষয়টি মোটেই সাধারণ নয়। তবে ছুটির মেজাজে এমনভাবেই সখ পূরণ করলেন মাস্টার ব্লাস্টার। রাস্তার ধারে চায়ের দোকান থেকে খেলেন চা। সঙ্গে একদম সাধরাণ টোস্ট বিস্কুট। যেই ভিডিও ইতিমধ্যেই ঝড় তুলছে নেট দুনিয়ায়।
যুগের সঙ্গে তাল মিলিয়ে বর্তমানে নেট দুনিয়ায় খুবই সক্রিয় সচিন তেন্ডুলকর। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নিজের চা-বিস্কুট খাওয়ার ভিডিও শেয়ার করেছেন তিনি। যেখানে দেখা গিয়েছে, গাড়ি থামিয়ে রাস্তার ধারে চায়ের দোকান থেকে চা ও টোস্ট বিস্কুট খাচ্ছেন 'ক্রিকেট ঈশ্বর'। চায়ের দোকানের লোকটির সঙ্গে আড্ডাও দেন সচিন। তোলেন সেলফিও। শত শতরানের মালিককে পেয়ে 'ঈশ্বর' পাওয়ার মত আনন্দ চা দোকানের মালিকের।
প্রসঙ্গত, ক্রিকেট থেকে অবসরের পর কেটে গিয়েছে প্রায় ১০ বছর। কিন্তু সচিন তেন্ডুলকরের জনপ্রিয়তায় যে এতটুকু ঘাটতি পড়েনি তা বারবার প্রমাণিত হয়েছে।