You will be redirected to an external website

syed mustaq ali trophy: ১১ উইকেট সচিন-পুত্রের,খেলতে নেমে সফল মুম্বইয়ের অর্জুন

syed-mustaq-ali-trophy:-১১-উইকেট-সচিন-পুত্রের,খেলতে-নেমে-সফল-মুম্বইয়ের-অর্জুন

সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে সফল সচিন-পুত্র অর্জুন তেন্ডুলকর

সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে সফল সচিন-পুত্র অর্জুন তেন্ডুলকর। ২৪ বছরের তরুণ অলরাউন্ডার ঘরোয়া ক্রিকেটে খেলেন গোয়ার হয়ে। ব্যাটে, বলে সেই রাজ্যের হয়ে অবদান রাখলেন মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএল খেলা অর্জুন।

সৌরাষ্ট্রের বিরুদ্ধে অর্জুন ৩৬ বলে ৪৭ রান করেন। তাঁর দাপটে ১৬১ রান তোলে গোয়া। অর্জুন তিনটি ছক্কা এবং দু’টি বাউন্ডারি মারেন। ওই ম্যাচে তিন ওভার বল করে একটি উইকেটও নেন বাঁহাতি মিডিয়াম পেসার। এ বারের মুস্তাক আলিতে ১১টি উইকেট নিয়েছেন তিনি। গোটা প্রতিযোগিতায় মাত্র তিনটি ম্যাচে ব্যাট করার সুযোগ পেয়েছিলেন তিনি। 

মুস্তাক আলি ট্রফিতে গোয়া সাতটি ম্যাচের মধ্যে চারটিতে জিতেছে। গ্রুপ সি-তে চতুর্থ স্থানে শেষ করে তারা। ফলে নক আউট পর্বে উঠতে পারেনি অর্জুনের দল। তাই সচিন-পুত্র এখন অপেক্ষায় বিজয় হজারে ট্রফির জন্য। ২৩ নভেম্বর থেকে শুরু হবে ঘরোয়া এক দিনের প্রতিযোগিতা। মুস্তাক আলির ফাইনাল ৬ নভেম্বর।

AUTHOR :RIMA

টি-টোয়েন্টি-বিশ্বকাপের-জন্য-বিশেষ-প্রস্তুতি-নিচ্ছেন-কোহলি,-ফিটনেস-বাড়াতে-কী-করছেন Read Previous

টি-টোয়েন্টি বিশ্বকাপের ...

World-Cup-2023:-ইংল্যান্ডের-বিরুদ্ধেও-জায়গা-হল-না-অশ্বিনের,কোন-কোন-ক্রিকেটারকে-রাখলেন-রোহিত- Read Next

World Cup 2023: ইংল্যান্ডের বিরুদ...