You will be redirected to an external website

পাশে থাকুন ক্রিকেটারদের, ভারতীয় দলের খারাপ দিনে সমর্থকদের আর্জি সচিনের

পাশে-থাকুন-ক্রিকেটারদের,-ভারতীয়-দলের-খারাপ-দিনে-সমর্থকদের-আর্জি-সচিনের

ভারতীয় দলের খারাপ দিনে সমর্থকদের আর্জি সচিনের

কাশ্মীর থেকে কন্যাকুমারী, ভারতের প্রত্যেক ক্রিকেটপ্রেমীর মন ভেঙে গিয়েছে সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচের পর। যেভাবে আত্মসমর্পণ করে হেরেছে ভারত তাতে সেটাই স্বাভাবিক। ক্রিকেটারদের গালাগালি এবং সমালোচনা চলছে দেশ জুড়ে। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এবার একটি পোস্ট করলেন সচিন তেন্ডুলকর।

মাস্টার ব্লাস্টার লিখেছেন, একটি পয়সার দুদিক থাকে। মানুষের জীবনটাও সেরকম। ক্রিকেটও একই রকম একটা খেলা। আমরা যদি আমাদের দলের সাফল্যে আনন্দ করতে পারি এবং গর্ব অনুভব করি, তাহলে ব্যর্থতাটাও ভাগ করে নেওয়া উচিত। কারণ এই দলটা আমাদের ১৩০ কোটি মানুষের দল। সমালোচনা অবশ্যই করুন। কিন্তু ইংল্যান্ড ভারতের থেকে ভাল ক্রিকেট খেলেছে এটা মেনে নিতে অসুবিধে নেই।

মানুষ মনে করে ভারতীয় ক্রিকেটাররা বাকি দেশের তুলনায় সবচেয়ে বেশি রোজগার করেন। আইপিএলের সময় যে যার ফ্রাঞ্চাইজির হয়ে সেরাটা দেন, অথচ দেশের জার্সিতে কেন দায়িত্ববোধ দেখাতে পারেন না? এই প্রশ্ন এবং যুক্তি কিন্তু ফেলে দেওয়ার নয়। সচিন শুনছেন কী ? অনেক ক্রিকেটারকে নিয়ে ভাবার সময় এসেছে বিশেষ করে টি টোয়েন্টি ফরম্যাটে, এমনটাই জানিয়ে দিয়েছেন সুনীল গাভাসকার থেকে কপিল দেব।

AUTHOR :RIMA

টি-টোয়েন্টি-বিশ্বকাপের-জন্য-বিশেষ-প্রস্তুতি-নিচ্ছেন-কোহলি,-ফিটনেস-বাড়াতে-কী-করছেন Read Previous

টি-টোয়েন্টি বিশ্বকাপের ...

বিশ্বচ্যাম্পিয়ন-ইংল্যান্ড,পাকিস্তানকে-হারিয়ে-টি-টোয়েন্টি-বিশ্বকাপ-জিতল-ইংল্যান্ড Read Next

বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যা...