আইপিএলে প্রথম বার হারলেন সঞ্জু স্যামসনেরা
১৯৬ রান তুলেও হার রাজস্থান রয়্যালসের। এ বারের আইপিএলে প্রথম বার হারলেন সঞ্জু স্যামসনেরা। বুধবার রশিদ খানের দাপটে শেষ বলে ম্যাচ জিতল গুজরাত টাইটান্স। রিয়ান পরাগ এবং সঞ্জু স্যামসনের দাপটে প্রথমে ব্যাট করে ১৯৬ রান তুলে নেয় রাজস্থান।
বুধবার জয়পুরে বৃষ্টি হয়। সেই কারণে খেলা ১০ মিনিট দেরিতে শুরু হয়েছিল। গুজরাত ব্যাট করার সময়েও বৃষ্টি পড়ে। ফলে ম্যাচের মাঝেও কিছু সময় নষ্ট হয়। টস জিতে রাজস্থানকে ব্যাট করতে পাঠিয়েছিলেন গুজরাত অধিনায়ক শুভমন। প্রথমে ব্যাট করার সুযোগ পেয়ে সুবিধাই হয় সঞ্জুদের। দুই ওপেনার যশস্বী জয়সওয়াল (২৪) এবং জস বাটলার (৮) অবশ্য খুব বেশি রান করতে পারেননি। ৪২ রানের মধ্যে ২ উইকেট হারায় রাজস্থান।
১৫ ওভার শেষে রাজস্থানের ১৩৪ রান ছিল। হাতে উইকেট থাকলে যে কোথায় পৌঁছে যাওয়া যায়, সেটাই দেখালেন সঞ্জুরা। শেষ ৫ ওভারে রাজস্থান তুলল ৬২ রান। এর নেপথ্যে পরাগ এবং সঞ্জু ছাড়াও রয়েছেন শিমরন হেটমেয়ার। ৮ বল বাকি থাকতে মাঠে নেমেছিলেন তিনি। ৫ বলে ১৩ রান করে দলকে ১৯০ রান পাড় করিয়ে দিলেন।
গুজরাতের হয়ে শুরুটা ভাল করেছিলেন সাই সুদর্শন এবং শুভমন গিল। ৬৪ রানের জুটি গড়েন তাঁরা। সুদর্শন ৩৫ রান করে আউট হয়ে গেলেও শুভমন শেষ পর্যন্ত টিকে থাকার চেষ্টা করছিলেন। কিন্তু ম্যাথু ওয়েড (৪) এবং অভিনব মনোহর (১) রান না পাওয়ায় চাপ বেড়ে যায় গুজরাতের। শুভমন একাই লড়াই করছিলেন। ৪৪ বলে ৭২ রান করেন তিনি। কিন্তু বড় শট খেলতে গিয়ে যুজবেন্দ্র চহালের বলে স্টাম্পড হয়ে যান শুভমন।