You will be redirected to an external website

বৃহস্পতিবার মুখোমুখি হবেন সঞ্জু এবং ধোনিরা,বদলা নিতে পারবেন সঞ্জুদের ঘরে ঢুকে?

বৃহস্পতিবার-মুখোমুখি-হবেন-সঞ্জু-এবং-ধোনিরা,বদলা-নিতে-পারবেন-সঞ্জুদের-ঘরে-ঢুকে?

বৃহস্পতিবার মুখোমুখি হবেন সঞ্জু এবং ধোনিরা

চেন্নাই সুপার কিংস এবং রাজস্থান রয়্যালসের লড়াই ঘিরে ক্রিকেটপ্রেমীদের উৎসাহ রয়েছে। প্রথম ম্যাচে ঘরের মাঠে রাজস্থানের কাছে হারতে হয়েছিল চেন্নাইকে। বৃহস্পতিবার মহেন্দ্র সিংহ ধোনিদের কাছে প্রতিপক্ষের ঘরে ঢুকে বদলা নেওয়ার সুযোগ।

এখনও পর্যন্ত সাতটি ম্যাচ খেলে ধোনিরা জিতেছেন পাঁচটি ম্যাচ। সম সংখ্যক ম্যাচে সঞ্জু স্যামসনরা জয় পেয়েছেন চারটি ম্যাচে। শেষ দু’টি ম্যাচ হেরে কিছুটা চাপে রয়েছে রাজস্থান। যদিও বৃহস্পতিবার ঘরের ম্যাঠে খেলার সুবিধা পাবে তারা। দু’দলই এ বারের আইপিএলে ছন্দে রয়েছে। প্রথম একাদশে কিছু রদবদল করতে পারে রাজস্থান। আরও একটা উত্তেজক লড়াই আশা করতে পারেন ক্রিকেটপ্রেমীরা।

গত বারের রানার্সদের দলে রয়েছেন দেবদত্ত পাড়িক্কাল, জস বাটলার, শিমরন হেটমায়ার, জো রুট, রবিচন্দ্রন অশ্বিন, জেসন হোল্ডার, যুজবেন্দ্র চহাল, ট্রেন্ট বোল্ট, অ্যাডাম জাম্পার মতো ক্রিকেটার। রাজস্থানের বড় চিন্তা গত বারের সর্বোচ্চ রান সংগ্রহকারী বাটলারের ছন্দে না থাকা। কোনও ম্যাচেই সুনাম অনুযায়ী খেলতে পারছেন না ইংল্যান্ডের সাদা বলের ক্রিকেট অধিনায়ক।

অন্য দিকে, পর পর ম্যাচ জিতে আত্মবিশ্বাসী ধোনির চেন্নাইও। ধোনির নেতৃত্বও তাদের সব থেকে বড় শক্তি। অবিশ্বাস্য ছন্দে রয়েছেন অজিঙ্ক রাহানে। রুতুরাজ গায়কোয়াড়, ডেভন কনওয়েরাও রান পাচ্ছেন ধারাবাহিক ভাবে। রবীন্দ্র জাডেজা, মইন আলি, দীপক চাহার, মাহিশ থিকসানা, মাথিশা পাথিরানার মতো ক্রিকেটাররাও দলকে নির্ভরতা দিচ্ছেন।

AUTHOR :RIMA

টি-টোয়েন্টি-বিশ্বকাপের-জন্য-বিশেষ-প্রস্তুতি-নিচ্ছেন-কোহলি,-ফিটনেস-বাড়াতে-কী-করছেন Read Previous

টি-টোয়েন্টি বিশ্বকাপের �...

টিমকে-জেতালেন-ডেভিড!-শেষ-বেলায়-ঝড়,-রাজস্থানকে-হারিয়ে-লড়াইয়ে-মুম্বই Read Next

টিমকে জেতালেন ডেভিড! শেষ ...

Related News