যশস্বী জয়সওয়ালকে জড়িয়ে ধরেছেন সরফরাজ় খান
শুধু নিজের কীর্তি নয়, সতীর্থের কীর্তিতেও কতটা উল্লসিত হতে হয় সেটা দেখালেন সরফরাজ় খান। যশস্বী জয়সওয়ালের শতরানে তাঁর থেকেও বেশি উল্লাস করতে দেখা গেল যশস্বীকে।
যশস্বী যখন দ্বিশতরান করেন, তখন অপর প্রান্তে ছিলেন সরফরাজ়। বল মেরে এক রানের জন্য দৌড়ান যশস্বী। ক্রিজ়ের মাঝপথে দু’হাত উপরে তোলেন তিনি। তার আগেই দেখা যায়, সরফরাজ় দু’হাত তুলে ছুটছেন। তার পরে ছুটে এসে যশস্বীকে জড়িয়েও ধরেন সরফরাজ়। ঘরোয়া ক্রিকেটে দু’জনেই মুম্বইয়ের হয়ে খেলেন।
প্রথম ইনিংসে ৬২ রানে রান আউট হয়ে গিয়েছিলেন সরফরাজ়। দ্বিতীয় ইনিংসেও এক বার সেই রকম পরিস্থিতি তৈরি হয়েছিল। যশস্বীর সঙ্গেই ভুল বোঝাবুঝি হয়েছিল তাঁর। কিন্তু কোনও রকমে পরিস্থিতি ঠিক হয়। তার পরেই সরফরাজ়কে দেখা যায়, যশস্বীর সঙ্গে কথা বলছেন। আরও এক বার রান আউট হতে চাননি তিনি। দ্বিতীয় ইনিংসেও সাবলীল ব্যাটিং করেন সরফরাজ়। ৭২ বলে ৬৮ রানের ইনিংস খেলেন তিনি। তার পরেই ডিক্লেয়ার করে দেন রোহিত শর্মা।