You will be redirected to an external website

India vs Pakistan: শনিবার ভারত-পাকিস্তান ম্যাচ অনিশ্চিত,উত্তেজনায় জল ঢেলে দিতে পারে বৃষ্টি

India-vs-Pakistan:-শনিবার-ভারত-পাকিস্তান-ম্যাচ-অনিশ্চিত,উত্তেজনায়-জল-ঢেলে-দিতে-পারে-বৃষ্টি

শনিবার ভারত-পাকিস্তান ম্যাচ অনিশ্চিত

প্রথম ম্যাচে নেপালকে বিরাট ব্যবধানে হারিয়ে ইতিমধ্যেই গা ঘামিয়ে নিয়েছে পাকিস্তান। ভারত শনিবারই প্রথম নামছে। দু’দেশের লড়াই নিয়ে বরাবরই উত্তেজনার বাতাবরণ তৈরি হয়। এ বারও তার কমতি নেই। কিন্তু সব উত্তেজনায় বাধ সাধতে পারে বৃষ্টি। জানা গিয়েছে, শনিবার শ্রীলঙ্কার ক্যান্ডিতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা ৯০ শতাংশ।

সে কারণেই মাঠ প্রস্তুত রাখা হচ্ছে, যাতে বৃষ্টি হলেও তাড়াতাড়ি খেলা শুরু করা যেতে পারে। মাঠের ধারেই রাখা হচ্ছে কভার। বুধবারই শ্রীলঙ্কা পৌঁছেছে ভারতীয় দল। কিন্তু পাল্লেকেলেতে আসার পথে তাঁরা দেখেছেন ঘন কালো মেঘ। রাজধানী কলম্বো ছেড়ে তা ক্রমশই এগিয়ে চলেছে ক্যান্ডির দিকে। 

এমনিতে পাল্লেকেলে স্টেডিয়াম বেশ দর্শনীয়। শ্রীলঙ্কার পাহাড়ি অঞ্চলে এই একটিই স্টেডিয়াম রয়েছে। ২০০৯ সালে উদ্বোধন হওয়ার পর থেকে নিয়মিত এখানে ম্যাচ হয়। কিন্তু পাহাড়ি অঞ্চল হওয়ার কারণেই এখানে বৃষ্টির পরিমাণ বেশি। আপাতত মাঠের পাশাপাশি ভারতীয় ক্রিকেটারদের নজর আকাশের দিকেও।

AUTHOR :RIMA

টি-টোয়েন্টি-বিশ্বকাপের-জন্য-বিশেষ-প্রস্তুতি-নিচ্ছেন-কোহলি,-ফিটনেস-বাড়াতে-কী-করছেন Read Previous

টি-টোয়েন্টি বিশ্বকাপের ...

India-vs-Pakistan:-শনিবার-পাকিস্তানের-বিরুদ্ধে-এশিয়া-কাপে-মহারণ Read Next

India vs Pakistan: শনিবার পাকিস্তান...