You will be redirected to an external website

বিরাট-গম্ভীরকে ব্যান করার দাবি সেওয়াগেরও,কী শিখবে তরুণ প্রজন্ম ?

বিরাট-গম্ভীরকে-ব্যান-করার-দাবি-সেওয়াগেরও,কী-শিখবে-তরুণ-প্রজন্ম-?-

বিরাট-গম্ভীরকে ব্যান করার দাবি সেওয়াগেরও

শুধুমাত্র জরিমানা দিয়ে পার পেয়ে যাওয়া উচিত নয়। এই দাবিকে সর্বোতভাবে সমর্থন জানিয়েছেন জাতীয় দলের প্রাক্তন ওপেনার বীরেন্দ্র সেওয়াগ। প্রকাশ্যে বিরাট-গম্ভীর বাদানুবাদ নিয়ে বেজায় বিরক্ত বীরু । লাখো ছেলেমেয়েরা যাঁদের আইকন হিসেবে দেখে, তাঁরা এমন কাণ্ড ঘটালে তরুণ প্রজন্ম কী শিখবে? প্রশ্ন বীরুর। একইসঙ্গে বলেছেন, বোর্ড যদি নির্বাসনের দিকে ঝোঁকে তাহলে ভবিষ্যতে এমন ঘটনা হয়তো আর ঘটবে না। 

দু’জনের কাউকে ছেড়ে কথা বললেনি সেওয়াগ। ক্রিকবাজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “দু’জনই দেশের আইকন। বিরাট কোহলি ও গৌতম গম্ভীরকে সাপোর্ট করে এমন অনেক বাচ্চা ছেলেমেয়েরা রয়েছে। ওদের দেখেই শেখে। সেই আইকনদের এমন আচরণ ঠিক নয়। বাচ্চারা ভাববে, ওরা যদি করতে পারবে তাহলে আমরাও পারব।” তিনি আরও বলেন, “ম্যাচের পর টিভি বন্ধ করে ঘুমোতে গিয়েছিলাম। সকালে উঠে দেখি সোশ্যাল মিডিয়ায় হইচই চলছে। যা ঘটেছে সেটা হওয়া উচিত ছিল না। পরাজিত দলের উচিত হার মেনে নিয়ে সরে যাওয়া এবং জয়ী টিমকে উদযাপনের সুযোগ করে দেওয়া। একে অপরের সঙ্গে কথা বলার প্রয়োজন কী ছিল?”

ঝামেলায় জড়িয়ে পড়া ক্রিকেটারদের উপর নিষেধাজ্ঞার বিষয়ে সেওয়াগ বলেন, “বিসিসিআই যদি কাউকে ব্যান করার সিদ্ধান্ত নেয় তাহলে এমন ঘটনা খুব কম ঘটবে। আবার হয়তো ভবিষ্যতে নাও ঘটতে পারে। যা করার ড্রেসিংরুমের ভেতরে গিয়ে করোনা। মাঠের মধ্যে এমন ঘটনা মোটেও শোভা পায় না।

AUTHOR :RIMA

টি-টোয়েন্টি-বিশ্বকাপের-জন্য-বিশেষ-প্রস্তুতি-নিচ্ছেন-কোহলি,-ফিটনেস-বাড়াতে-কী-করছেন Read Previous

টি-টোয়েন্টি বিশ্বকাপের ...

IPL-2023:-ব্যাটে-বলে-দাপট-দেখিয়ে-জয়-তুলে-নিলেন-হার্দিকরা... Read Next

IPL 2023: ব্যাটে-বলে দাপট দেখি...