ভারতের বিরুদ্ধে খেলছেন না শাকিব আল হাসান
চোটের জন্য ভারতের বিরুদ্ধে খেলছেন না শাকিব আল হাসান। অধিনায়কের ঘাটতি ঢাকতে বাংলাদেশের অন্য ক্রিকেটারেরা বাড়তি দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন। তারই সুফল এল ভারতের বিরুদ্ধে প্রথম উইকেটের জুটিতেই।
বিশ্বকাপের প্রথম তিনটি ম্যাচে বাংলাদেশের ওপেনিং জুটি ঠিক মতো পারফরম্যান্স করতে পারেনি। বিশেষ করে লিটনের ফর্মে না থাকা ভুগিয়েছে বাংলাদেশকে। বৃহস্পতিবার পুণের ২২ গজে আবার চেনা ফর্মে দেখা গেল কলকাতা নাইট রাইডার্সের উইকেটরক্ষক-ব্যাটারকে। রান পেলেন ওপেনিংয়ে তাঁর সঙ্গী তানজ়িদও। ৫টি চার এবং ৩টি ছয়ের সাহায্যে ৪৩ বলে ৫১ রান করে কুলদীপ যাদবের বলে আউট হন তিনি। এক দিনের ক্রিকেটে এটাই তাঁর প্রথম অর্ধশতরান। তার আগেই রেকর্ড তৈরি হল বাংলাদেশের প্রথম উইকেটের জুটিতে। ভারতের বিরুদ্ধে প্রথম উইকেটের জুটিতে বাংলাদেশ তুলল ৯৩ রান।
এর আগে বিশ্বকাপে বাংলাদেশের প্রথম উইকেটে সর্বোচ্চ রানের নজির ছিল মেহরাব হোসেন এবং শাহরিয়র হোসেনের দখলে। ১৯৯৯ সালের বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে প্রথম উইকেটের জুটিতে ৬৯ রান করেছিলেন তাঁরা। ২৪ বছর পর লিটন এবং তানজ়িদের ব্যাটে ভেঙে গেল সেই নজির। পাকিস্তানের বিরুদ্ধে সেই ম্যাচ ৬২ রানে জিতেছিল বাংলাদেশ।