বিশ্বকাপে আবার হারল শাকিবের বাংলাদেশ
বিশ্বকাপে হেরেই চলেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে জয় দিয়ে শুরু করলেও শাকিব আল হাসানের দলকে ক্রমশই বেরঙিন দেখাচ্ছে। চোট সারিয়ে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অধিনায়ক দলে ফিরেও রক্ষা করতে পারলেন না। মঙ্গলবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে দক্ষিণ আফ্রিকা করে ৫ উইকেটে ৩৮২ রান। জবাবে বাংলাদেশের ইনিংস ৪৬.৪ ওভারে শেষ হল ২৩৩ রানে।
টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এডেন মার্করাম। ওপেনার কুইন্টন ডিককের আগ্রাসী শতরানের সুবাদে বড় রান তুললেন তাঁরা। এ বারের বিশ্বকাপে তিনটি শতরান করে ফেললেন ডিকক। মঙ্গলবার তাঁর ব্যাট থেকে এল ১৪০ বলে ১৭৪ রানের দুরন্ত ইনিংস। ১৫টি চার এবং ৭টি ছক্কা এল তাঁর ব্যাট থেকে। অন্য ওপেনার রেজ়া হেনড্রিকস (১২) এবং তিন নম্বরে নামা রাসি ভ্যান ডার ডুসেন (১) ব্যর্থ হলেও দক্ষিণ আফ্রিকার রান তোলার গতি কখনও কমেনি। ডিকককে সঙ্গ দিলেন চার নম্বরে নামা মার্করাম এবং পাঁচ নম্বরে নামা হেনরিক ক্লাসেন। মার্করামের ব্যাট থেকে এল ৬৯ বলে ৬০ রানের ইনিংস। ৭টি চার মারলেন দক্ষিণ আফ্রিকার এই ম্যাচের অধিনায়ক। ১০ রানের জন্য শতরান পেলেন না ক্লাসেন। ২টি চার এবং ৮টি ছক্কার সাহায্যে ৪৯ বলে ৯০ রানের অনবদ্য ইনিংস খেললেন তিনি। মূলত তাঁর আগ্রাসী ব্যাটিংই বাংলাদেশের জয়ের লক্ষ্য কার্যত ধরা ছোঁয়ার বাইরে নিয়ে চলে যায়।
জয়ের জন্য ৩৮৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে চাপ নিতে পারলেন না লিটন দাস, তানজ়িদ হাসান, নাজমুল হোসেন শান্তরাও। দক্ষিণ আফ্রিকার বোলিং আক্রমণের সামনে তাঁদের দিশেহারা দেখাল। ন্যূনতম প্রতিরোধ গড়ার চেষ্টাও দেখা গেল না কারও মধ্যে। একাধিক ব্যাটার ভুল শট খেলে আউট হলেন। বাংলাদেশের প্রথম পাঁচ ব্যাটারের মিলিত অবদান ৪৩ রান। ৪২ রানে ৪ উইকেট হারানোর সঙ্গে সঙ্গেই শাকিবদের জয়ের আশা কার্যত শেষ হয়ে যায়। লিটন (২২), তানজ়িদ (১২), শান্ত (শূন্য), শাকিব (১), মুশফিকুর রহিম (৮), মিরাজেরা (১১) উইকেটে দাঁড়াতেই পারলেন না। কিছুটা একা লড়াই করার চেষ্টা করলেন মাহমুদুল্লা রিয়াদ। কিন্তু তাতে যে কিছু হওয়ার নয়, তা বোঝার জন্য ক্রিকেট বিশেষজ্ঞ হওয়ার প্রয়োজন হয় না। তাঁর ব্যাট থেকে এল লড়াকু শতরান। এই নিয়ে বিশ্বকাপে তৃতীয় বার শতরান করলেন রিয়াদ। একই সঙ্গে তিনি সতীর্থদের দেখিয়ে দিলেন মুম্বইয়ের উইকেটে কোনও জুজু ছিল না। শেষ পর্যন্ত তিনি করলেন ১১১ বলে ১১১ রান।