You will be redirected to an external website

Shefali Verma: বিমানে উঠতে দেওয়া হল না শেফালিকে,ক্ষুব্ধ ভারতের মহিলা ব্যাটার

Shefali-Verma:-বিমানে-উঠতে-দেওয়া-হল-না-শেফালিকে,ক্ষুব্ধ-ভারতের-মহিলা-ব্যাটার

সমাজমাধ্যমে নিজের ক্ষোভের কথা জানিয়েছেন শেফালি

বিমান ছাড়ার ২৫ মিনিট আগে বিমানবন্দরে পৌঁছেছিলেন। তার পরেও তাঁকে বিমান উঠতে দেওয়া হয়নি বলে ক্ষোভ জানিয়েছেন ভারতের মহিলা ক্রিকেটার শেফালি বর্মা। বিমান সংস্থা ইন্ডিগোর বিরুদ্ধে অভিযোগ তাঁর।

সমাজমাধ্যমে নিজের ক্ষোভের কথা জানিয়েছেন শেফালি। তিনি লিখেছেন, ‘‘দিল্লি থেকে বারাণসী যাচ্ছিলাম। বিমান ছাড়ার ২৫ মিনিট আগে বিমানবন্দরে পৌঁছেছিলাম। অনেক অনুরোধ করেছিলাম। কিন্তু তার পরেও আমাকে বিমানে উঠতে দেওয়া হয়নি। কর্মীরাও খারাপ ব্যবহার করেছিলেন। ইন্ডিগোর অভিজ্ঞতা ভাল নয়।’’

শেফালি এ কথা জানানোর পরে সমাজমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে। কারও মতে, বিমান ধরতে যাওয়ার জন্য বিমানবন্দরে যত ক্ষণ আগে পৌঁছনো দরকার তার থেকে দেরিতে পৌঁছেছিলেন শেফালি। তত ক্ষণে যাত্রীরা বিমানে উঠতে শুরু করে দেন। শেফালির জন্য বিমান ছাড়তে দেরি হলে অন্য যাত্রীরা অভিযোগ করতে পারতেন। বিমান সংস্থা নিয়ম মেনেই তাঁকে উঠতে দেয়নি। আবার অন্য একটি অংশের মতে, শেফালিকে অন্যায় ভাবে উঠতে দেওয়া হয়নি। 

AUTHOR :RIMA

টি-টোয়েন্টি-বিশ্বকাপের-জন্য-বিশেষ-প্রস্তুতি-নিচ্ছেন-কোহলি,-ফিটনেস-বাড়াতে-কী-করছেন Read Previous

টি-টোয়েন্টি বিশ্বকাপের ...

Jasprit-Bumrah|:-বিমানে-চাপলেন-বুমরা,-আয়ারল্যান্ডে-খেলতে-চললেন-রিঙ্কুদের-নিয়ে Read Next

Jasprit Bumrah|: বিমানে চাপলেন বুম...