আর ‘সানিয়া মির্জার স্বামী’ নন শোয়েব মালিক!
আর ‘সানিয়া মির্জার স্বামী’ নন শোয়েব মালিক! পাকিস্তানের ক্রিকেটার শোয়েব মালিকের কাছে সানিয়া হলেন সুপারওম্যান। ভারতীয় টেনিস তারকার স্বামী হিসেবে নিজের পরিচয় দিতে ভালোবাসতেন। ইনস্টাগ্রামের বায়োতে বড় বড় করে লেখা থাকত, ‘হাজব্যান্ড অফ এ সুপারওম্যান সানিয়া মির্জা’। বর্তমানে শোয়েবের ইনস্টা বায়ো দেখলে ওই লেখাটি আর পাওয়া যাবে না। ইনস্টা বায়ো থেকে ‘সানিয়ার স্বামী’ পরিচয় মুছে ফেলেছেন পাক ক্রিকেটার। তারপরই বিচ্ছেদের গুঞ্জন ফের মাথাচাড়া দিয়ে উঠেছে।
সানিয়া-শোয়েবের বিচ্ছেদের গুঞ্জন চলছে গতবছর থেকে। দু’জনকে বহুদিন একসঙ্গে দেখা যায় না। শোয়েব ছেলের সঙ্গে দুবাইয়ে গিয়ে সময় কাটান। সেইসব মুহূর্তের ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন। তাতে সানিয়ার দেখা মেলে না। সানিয়ার অবসর, জন্মদিনের পার্টি বা যে কোনও অনুষ্ঠানে এখন আর মির্জা পরিবারের সঙ্গে সামিল হতে দেখা যায় না শোয়েবকে। দুবাইয়ে ছেলেকে নিয়ে একাই ঈদ পালন করতে দেখা গিয়েছে সানিয়াকে। ডিভোর্স নিয়ে সানিয়া বা শোয়েব মুখ না খুললেও গুঞ্জন থামেনি।
শোয়েবের ইনস্টাগ্রাম বায়োতে শুধুমাত্র সানিয়ার নামটিই নেই। সেই জায়গাটিতে লেখা রয়েছে ‘লিভ আনব্রোকেন’। বাকি যা ছিল আগের মতোই রয়েছে। ‘সানিয়ার স্বামী’ পরিচয় মুছে দেওয়া ভীষণ ইঙ্গিতপূর্ণ বলে মনে করছেন নেটিজেনরা। তাঁদের মতে, কিছু না বলেই অনেক কিছু বুঝিয়ে দিয়েছেন শোয়েব। ২০১০ সালে দুই দেশের সম্পর্কের তোয়াক্কা না করে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন সানিয়া মির্জা ও শোয়েব মালিক। তাঁদের বিয়ে আলোড়ন তুলে দিয়েছিল দুই প্রতিবেশী দেশে। বিয়ের আটবছর পর সানিয়া-শোয়েবের পুত্র সন্তান ইজহান মির্জা মালিকের জন্ম হয়। আলাদা থাকলেও সন্তানের দেখভালের দায়িত্ব দু’জনেরই। ছেলেকে নিজের কাছে রেখেছেন সানিয়া।