খুব তাড়াতাড়ি কোহলি গোটা দলের সঙ্গে যোগ দেবে
জরুরি প্রয়োজনে গুয়াহাটি থেকে বাড়ি ফিরতে হয়েছে তাঁকে। ফলে বিশ্বকাপের আগে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ খেলতে দলের সঙ্গে তিরুঅনন্তপুরমে যাননি। নেদারল্যান্ডসের বিরুদ্ধে মঙ্গলবার বিরাট কোহলি খেলতে পারবেন কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছিল।
সোমবার বিকেলে তিরুঅনন্তপুরমে ঐচ্ছিক অনুশীলন ছিল ভারতের। সেখানে কোহলিকে দেখা যায়নি। ফলে ম্যাচে খেলা নিয়ে প্রশ্ন আরও জোরদার হয়েছিল। তবে দলের এক সূত্র সংবাদ সংস্থাকে বলেন, “ঐচ্ছিক অনুশীলন ছিল। খুব তাড়াতাড়ি কোহলি গোটা দলের সঙ্গে যোগ দেবে। দলের দরকারে ম্যাচেও খেলতে পারে।”
এ দিনের অনুশীলনে অধিনায়ক রোহিত শর্মা, শ্রেয়স আয়ার, মহম্মদ শামিকে দেখা যায়নি। তবে শুভমন গিল, সূর্যকুমার যাদব, যশপ্রীত বুমরা, রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাডেজা কড়া অনুশীলন করেন। শুভমন, সূর্য এবং কেএল রাহুলকে অনেক ক্ষণ বুমরা এবং মহম্মদ সিরাজের বোলিং সামলাতে দেখা গিয়েছে। অশ্বিন এবং জাডেজাও অনেক ক্ষণ বল করেছেন। ৮ অক্টোবর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামার আগে এটাই ভারতের শেষ প্রস্তুতি ম্যাচ।