You will be redirected to an external website

IPL 2023:আইপিএলে হার দিয়ে শুরু সৌরভের দিল্লির,ডাগআউটে বসে দলের হার দেখলেন সৌরভ

IPL-2023:আইপিএলে-হার-দিয়ে-শুরু-সৌরভের-দিল্লির,ডাগআউটে-বসে-দলের-হার-দেখলেন-সৌরভ

আইপিএলে হার দিয়ে শুরু সৌরভের দিল্লির

টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় দিল্লি। শুরুটা খুব একটা ভাল হয়নি লখনউয়ের। ব্যাটে-বলে হচ্ছিল না অধিনায়ক লোকেশ রাহুলের। বড় শট মারতে পারছিলেন না কাইল মায়ের্সও। রাহুল মাত্র ৮ রান করে আউট হয়ে যান। ১৪ রানের মাথায় মায়ের্সের সহজ ক্যাচ ফস্কান খলিল আহমেদ। তার পরেই খেলার ছবিটা বদলে যায়।

ক্যাচ ফস্কানোর খেসারত দিতে হল দিল্লিকে। এক বার জীবনদানের পরে বিধ্বংসী ইনিংস খেললেন মায়ের্স। তাঁকে আটকাতে পারছিলেন না দিল্লির কোনও বোলার। পেসার, স্পিনার সবার বিরুদ্ধে আক্রমণাত্মক ব্যাটিং করছিলেন তিনি। মাত্র ২৮ বলে অর্ধশতরান করেন তিনি। শেষ পর্যন্ত ৩৮ বলে ৭৩ রান করে আউট হন মায়ের্স। অক্ষর পটেলের বল মিস্‌ করে বোল্ড হন তিনি। ইনিংসে ২টি চার ও ৭টি ছক্কা মেরেছেন মায়ের্স।

লখনউয়ের মিডল অর্ডার ব্যাটাররা তেমন রান করতে পারেননি। শেষ দিকে দলের ইনিংসকে টানলেন আরও এক বাঁ হাতি ক্যারিবীয় ব্যাটার নিকোলাস পুরান। নামার পর থেকে একের পর এক বড় শট মারতে থাকেন তিনি। শেষ পর্যন্ত ৩৬ রানে আউট হন পুরান। ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৯৩ রান করে লখনউ।

দিল্লির ডাগআউটে সৌরভের সঙ্গে ছিলেন দলের প্রধান কোচ রিকি পন্টিংও। দলের খারাপ পারফরম্যান্স দেখে যে তাঁরা হতাশ সেটা তাঁদের চোখেমুখে ধরা পড়ছিল। দুই প্রাক্তন অধিনায়ক বুঝতে পারছিলেন, খেলা হাত থেকে বেরিয়ে যাচ্ছে। শেষ পর্যন্ত সেটাই হল। অন্য দিকে আইপিএলের শুরুটা ভাল হল সঞ্জীবের দলের জন্য। প্রথম ম্যাচ থেকে তরতর করে চলতে শুরু করেছে দলের ইঞ্জিন।

AUTHOR :RIMA

টি-টোয়েন্টি-বিশ্বকাপের-জন্য-বিশেষ-প্রস্তুতি-নিচ্ছেন-কোহলি,-ফিটনেস-বাড়াতে-কী-করছেন Read Previous

টি-টোয়েন্টি বিশ্বকাপের ...

মুম্বই-ইন্ডিয়ান্সের-বিরুদ্ধে-ঘরের-মাঠে-নামবে-আরসিবি,প্রথম-ম্যাচেই-কোহলিদের-সামনে-কঠিন-চ্যালেঞ্জ Read Next

মুম্বই ইন্ডিয়ান্সের বির...