জাতীয় দল থেকে অবসর নিয়ে মুখ খুললেন সুনীল ছেত্রী
এশিয়ার দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা তিনি। তাঁর থেকে প্রত্যাশার অন্ত নেই দেশবাসীর। তাঁর হাত ধরে সাফ চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্নও দেখছেন ফুটবলপ্রেমীরা। কিন্তু তিনি কি বুটজোড়া তুলে রাখার পরিকল্পনা করছেন?
৩৮ বছরেও মাঠে দাপিয়ে বেড়াচ্ছেন সুনীল। চলতি সাফ চ্য়াম্পিয়নশিপেও একের পর এক ম্যাচে গোল করেছেন। কিন্তু মনের এক কোণে কি অবসরের ভাবনা উঁকি দিচ্ছে তাঁর? শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে সে প্রশ্নের সরাসরি জবার দিলেন সুনীল। জানিয়ে দিলেন, অবসর নিয়ে আপাতত তাঁর কোনও পরিকল্পনা নেই। ভারত অধিনায়কের কথায়, “জানি না দেশের হয়ে কবে শেষ ম্যাচ খেলব। আসলে আমি কখনওই এত দূরের কথা ভাবি না। শুধু পরের ম্যাচটার দিকে নজর থাকে। আগামী ১০দিনে কী হবে, সেটা ভাবি।
তবে অবসরের ক্ষেত্রে যে বেশ কয়েকটি বিষয় তিনি ভেবে দেখবেন, সে কথাও উঠে আসে সুনীল ছেত্রীর মুখে। তিনি বলেন, “আমার মনে হয়, এক্ষেত্রে বেশ কয়েকটা প্যারামিটার আছে। আমি দলকে আদৌ কিছু দিতে পারছি কি না, গোল করতে পারছি কি না। যতটা অনুশীলন প্রয়োজন, সেটা করতে পারছি কি না। যেদিন দেখব, দলের জন্য আর আমি ফিট নই, সেদিন সরে দাঁড়াব।