You will be redirected to an external website

Sunil Chhetri: ডেঙ্গিতে আক্রান্ত সুনীল ছেত্রির স্ত্রী,হাসপাতালে ভর্তি করানো হয়েছে সোনমকে

Sunil-Chhetri:-ডেঙ্গিতে-আক্রান্ত-সুনীল-ছেত্রির-স্ত্রী,হাসপাতালে-ভর্তি-করানো-হয়েছে-সোনমকে

ডেঙ্গিতে আক্রান্ত সুনীল ছেত্রির স্ত্রী

হাসপাতালে ভর্তি করানো হয়েছে সুনীল ছেত্রির স্ত্রী সোনম ভট্টাচার্যকে। ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন তিনি। বেঙ্গালুরুর হাসপাতালে ভর্তি করানো হয়েছে তাঁকে। ১২ জুন সুনীল জানিয়েছিলেন যে, সোনম অন্তঃসত্ত্বা। প্রাক্তন ফুটবলার সুব্রত ভট্টাচার্যের মেয়ে সোনম। কিছু দিন আগেই ভারতীয় ফুটবল দলের অধিনায়ক ও তাঁর স্বামী সুনীলের সঙ্গে একটি পুজোতে একসঙ্গে দেখা গিয়েছিল তাঁকে।

গত ১২ জুন আন্তর্মহাদেশীয় কাপে ভানুয়াটুর বিরুদ্ধে গোল করে নিজের উচ্ছ্বাস প্রকাশের কায়দায় সুনীল জানিয়েছিলেন যে, বাবা হতে চলেছেন তিনি। ম্যাচের ৮১ মিনিটে দলের জয়সূচক গোল করে বলটিকে জার্সির ভিতরে পুরে মুখে আঙুল দিয়ে দর্শকাসনের একটি বিশেষ অংশের দিকে ছুটে যান সুনীল। দেখা যায়, সে দিকে বসে রয়েছেন তাঁর স্ত্রী সোনম। স্ত্রীর উদ্দেশে উড়ন্ত চুম্বন ছুড়ে দেন সুনীল। পাল্টা সোনমও চুম্বন ছুড়ে দেন। সুনীল মাঠ থেকেই বুঝিয়ে দেন যে, তিনি বাবা হতে চলেছেন।

ম্যাচের পর খোলসা করে সুনীল বলেন, “আমাদের পরিবার বাড়তে চলেছে। এ ভাবেই সেই ঘোষণাটা করতে চেয়েছিলাম। এই উচ্ছ্বাস অবশ্য খুবই পুরনো। অনেকেই আগে করেছে। তবু আমি এটাই করতে চেয়েছিলাম। সবার আশীর্বাদ এবং শুভেচ্ছা কামনা করছি।” 

AUTHOR :RIMA

টি-টোয়েন্টি-বিশ্বকাপের-জন্য-বিশেষ-প্রস্তুতি-নিচ্ছেন-কোহলি,-ফিটনেস-বাড়াতে-কী-করছেন Read Previous

টি-টোয়েন্টি বিশ্বকাপের �...

India-Vs-Ireland:-কোচ-ছাড়াই-আয়ারল্যান্ডে-সিরিজ়‌-খেলতে-যাচ্ছে-ভারত... Read Next

India Vs Ireland: কোচ ছাড়াই আয়ারল্...

Related News