প্রস্তুতি ছাড়াই আজ চিনের বিরুদ্ধে নামছেন সুনীলরা!
এক সপ্তাহ আগেও জানা ছিল না, খোদ টিমের ক্যাপ্টেনকেই পাওয়া যাবে কিনা। বহু টালবাহানার পর অবশেষে তিনি যোগ দিয়েছেন টিমের সঙ্গে। উড়েও গিয়েছেন চিনের হানঝাউ। কিন্তু তাতেও কি খুব বিরাট কিছু পাল্টাবে? এমনটা কেউই মনে করছেন না। বরং ভারতীয় ফুটবল টিমের এশিয়ান গেমসে নামা আর পারফর্ম করার মধ্যে বিস্তর ফারাক। গত এশিয়ান গেমসে ভারতীয় ফুটবল টিম খেলেনি। এ বারও খেলা নিয়ে ছিল আশঙ্কা। সে সব মিটিয়ে শেষ পর্যন্ত ভারত চিনে পৌঁছেছে। ইগর স্টিমাচের টিম নিয়ে তার পরও তেমন প্রত্যাশা রাখা যাবে না।
এশিয়া গেমসের প্রতি গ্রুপ থেকে সেরা দুটো টিম যাবে পরের পর্বে। বাকি চারটে তৃতীয় সেরা টিম তাদের সঙ্গে যোগ দেবে নকআউটে। তাই হিসেব করে খেলার কথাই ভাবছেন স্টিমাচ। কিন্তু তাতেও কম সমস্যা নেই। টিম নিয়ে টালবাহানা, ক্লাবগুলোর ফুটবলার ছাড়া নিয়ে জটিলতার কারণে ভারতীয় টিমের কোনও প্রস্তুতিই হয়নি। রবিবার রাতে চিনের উদ্দেশে উড়ে গিয়েছেন সুনীল-সন্দেশরা। সোমবার পৌছলেও প্র্যাক্টিস হয়নি। মঙ্গলবার চিনের বিরুদ্ধে প্রথম ম্যাচ। ফলে প্র্যাক্টিস ছাড়াই এশিয়ান গেমসে নামতে চলেছে টিম। চিংলেনসানা ও লালচুংনুনগাকে চিনের বিরুদ্ধে পাওয়া যাবে না। আর তা যদি হয় তাতে চাপ তৈরি হবেই।
চিনের বিরুদ্ধে শেষবার ২০০২ সালে বুসান এশিয়ান গেমসে খেলেছিল ভারত। ওই ম্যাচে ০-২ হেরেছিল ভারতীয় টিম। বাইচুং ভুটিয়া, সম্মুগম বেঙ্কটেশ, জো পল আনচেরি, রেনেডি সিং, মহেশ গাউলিরা ছিলেন টিমে। সেই তুলনায় এ বারের টিম কেমন, তাই ভালো করে জানেন না কোচ। অনূর্ধ্ব ২৩ ফুটবলারদের নিয়ে গত তিন বছর সেই অর্থে কাজই করেননি। ফলে এশিয়া গেমসে একেবারে মাঠে নেমেই টিমের শক্তি-দুর্বলতা বুঝতে হবে কোচকে।