রোহিতকে সরাতেই মুখ খুললেন সূর্য
ক্রিকেটের অন্দরে এখন একটাই গুঞ্জন। ভাঙন ধরল মুম্বই ইন্ডিয়ান্সের ঘরে? জাতীয় দলের ক্যাপ্টেন রোহিত শর্মাকে অধিনায়কের দায়িত্ব থেকে ছুটি দিয়েছে নীতা আম্বানির দল। মুম্বইয়ের বাদশাহ এখন ভারতের তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। রোহিতের ছাঁটাই মেনে নিতে নারাজ এমআই ভক্তরা। জার্সি-পতাকা জ্বালিয়ে বিক্ষোভে সামিল মুম্বই ভক্তরা। রোহিতের ছাঁটাই মেনে নিতে পারছে না সূর্যকুমার যাদব। মন ভেঙেছে সূর্যর। সোশ্যাল মিডিয়ায় এমনই ইঙ্গিতপূর্ণ পোস্ট করলেন তিনি।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শেষ ম্যাচে বড় ব্যবধানে জিতেছে ভারত। দলকে নেতৃত্ব দিয়েছেন সূর্য। সবমিলিয়ে এখন খুশি থাকার কথা তাঁর। কিন্তু সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি হৃদয় ভাঙার ইমোজি পোস্ট করেছেন সূর্য। আর সেখান থেকেই দুইয়ে দুইয়ে চার করেছেন ক্রিকেটপ্রেমীরা। তাঁর অধিনায়ককে এভাবে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়াকে মোটে ভালোভাবে নেননি স্কাই। তাই এমন পোস্ট করেছেন বলে ধারণা অনেকের। রোহিত মুম্বইয়ে থাকাকালীন তাঁর ডেপুটি ছিলেন সূর্য।
কিছুদিন আগেই গুজরাট টাইটান্স ছেড়ে মুম্বইয়ে ফিরেছেন হার্দিক পান্ডিয়া। তাঁর কামব্যাকে যখন খুশি ছিলেনএমআই ভক্তরা, তখন সোশ্যাল মিডিয়ায় একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট করেন জসপ্রীত বুমরা। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছিলেন, ‘নীরবতাই অনেক সময় সেরা উত্তর দেয়।’ বুমরার এই পোস্টে রহস্যের গন্ধ খুঁজে পেয়েছিলেন ক্রিকেটপ্রেমীরা। মুম্বইয়ের মসনদে বসতে চলেছে হার্দিক তা হয়তো আগেই আঁচ করতে পেরেছিলেন তিনি। এমনকি মুম্বই ইন্ডিয়ান্সকে সোশ্যাল মিডিয়ায় আনফোলো করেছেন ভারতের তারকা পেসার। ইতিমধ্যেই অনেকে বলাবলি করছেন নীতা আম্বানিদের সঙ্গে দূরত্ব বেড়েছে বুমরার।