হার্নিয়ায় অস্ত্রোপচার হবে সূর্যকুমারের
প্রথমে মহম্মদ শামি। তার পর সূর্যকুমার যাদব। আবার এক ক্রিকেটারের চোটের জন্য ধাক্কা খেল ভারতীয় ক্রিকেট। হার্নিয়ায় অস্ত্রোপচার হবে সূর্যকুমারের। সেই কারণে বেশ কিছু দিন মাঠের বাইরে থাকতে হবে তাঁকে।
বোর্ডের এক আধিকারিক জানিয়েছেন, সূর্যের স্পোর্টস হার্নিয়া হয়েছে। অস্ত্রোপচার করাতেই হবে। এখন বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রয়েছেন তিনি। দু’তিন দিনের মধ্যে সূর্য জার্মানি যাবেন। সেখানেই তাঁক অস্ত্রোপচার হবে। অস্ত্রোপচারের পরে দেশে ফিরে আবার জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাব শুরু করবেন সূর্য।
অস্ত্রোপচার ও তার পরে পুরোপুরি সুস্থ হয়ে উঠতে বেশ কিছু দিন সময় লাগবে ভারতের এই মিডল অর্ডার ব্যাটারের। তার ফলে পুরো ঘরোয়া মরসুম খেলতে পারবেন না তিনি। অর্থাৎ, রঞ্জির কোনও ম্যাচেই সূর্যকে পাবে না মুম্বই। এমনকি মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএলের শুরুর দিকের কয়েকটি ম্যাচে সূর্যের খেলা নিয়ে সংশয় রয়েছে। তেমনটা হলে সমস্যায় পড়বেন রোহিত শর্মারাও।
২০২২ সালের মাঝামাঝি সময়ে স্পোর্টস হার্নিয়া হয়েছিল ভারতের আর এক ক্রিকেটার লোকেশ রাহুলের। তিনিও সেই বছর জার্মানিতে গিয়ে অস্ত্রোপচার করিয়েছিলেন।