ম্যাচে টিম ইন্ডিয়া ৪৪ রানে জয়লাভ করে
একদিকে যখন ২০২৪ আইপিএল টুর্নামেন্ট নিয়ে মেতে রয়েছে গোটা দেশ, ঠিক সেইসময় বাংলাদেশ সফরে গিয়েছে ভারতের মহিলা ক্রিকেট দল। রবিবার সিলেটে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচ খেলতে নেমেছিল টিম ইন্ডিয়া। এই ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে ভারত ৪৪ রানে জয়লাভ করেছে। ম্যাচের সেরা হয়েছেন ভারতীয় পেসার রেণুকা সিং ঠাকুর।
এবার ম্যাচের বিশ্লেষণে আসা যাক। এই ম্যাচে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক হরমনপ্রীত কাউর টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন। ভারতীয় ক্রিকেট দলের ওপেনার স্মৃতি মান্ধানা (৯ বলে ৯ রান) শুরুতেই আউট হয়ে গেলও, এই ম্যাচে টিম ইন্ডিয়ার মিডল অর্ডার যথেষ্ট ভালো পারফরম্যান্স করেছে। শেফালি বর্মা (২২ বলে ৩১ রান), ইয়াসতিকা ভাটিয়া (২৯ বলে ৩৬ রান), অধিনায়ক হরমনপ্রীত কাউর (২২ বলে ৩০ রান), রিচা ঘোষ (১৭ বলে ২৩ রান) এবং সঞ্জীবন সজনা (১১ বলে ১১ রান) নিজেদের সাধ্যমতো রান করার চেষ্টা করেছেন। নির্ধারিত ২০ ওভারে ভারতীয় ক্রিকেট দল ৭ উইকেট হারিয়ে ১৪৫ রান করেছিল।
জয়ের জন্য ১৪৬ রান সামনে রেখে ব্যাট করতে নামে বাংলাদেশ ক্রিকেট দল। সত্যি কথা বলতে কী, এই ম্যাচে বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা ছাড়া আর কেউই সেভাবে ব্যাট হাতে মাথা তুলতে পারেননি। এই ম্যাচে নিগার সুলতানা ৪৮ বলে ৫১ রান করেন। তাঁর এই ইনিংসে পাঁচটি বাউন্ডারি এবং একটি ছক্কা দেখতে পাওয়া গিয়েছে। এছাড়া দলের হয়ে দ্বিতীয় সর্বাধিক রান করেন মুরশিদা খাতুন (১১ বলে ১৩ রান)। মজার ব্যাপার হল এই যে মুরশিদা, নিগার এবং ফাহিমা ছাড়া দলের বাকিরা আর কেউ দুই অঙ্কের রান করতে পারেননি।