৪৬ বছর পর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্টে জয়
ইতিহাস হরমনপ্রীত কৌরদের। মহিলাদের টেস্টের ইতিহাসে এই প্রথম বার অস্ট্রেলিয়াকে হারাল ভারত। কয়েক দিন আগে ইংল্যান্ডকে উড়িয়ে দিয়েছিলেন ভারতের মেয়েরা। সেই কাজটা আরও এক বার করলেন দীপ্তি শর্মা, রিচা ঘোষেরা। অস্ট্রেলিয়াকে ৮ উইকেটে হারিয়ে সিরিজ় জিতল ভারত।
১৯৭৭ সাল থেকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট খেলছে ভারতের মহিলা দল। দু’দলের মধ্যে এর আগে পর্যন্ত পাঁচটি সিরিজ় হয়েছিল। তিন বার জিতেছিল অস্ট্রেলিয়া। দু’বার সিরিজ় ড্র হয়েছিল। ষষ্ঠ বারে জয়ের মুখ দেখল ভারত। ৪৬ বছর পরে অস্ট্রেলিয়াকে কোনও টেস্টে হারাল তারা।
টেস্টের চতুর্থ দিন সকালে দাপট দেখান ভারতীয় বোলারেরা। মাত্র ২৮ রানে পডে ৫ উইকেট। দ্বিতীয় ইনিংসে ২৬১ রানে অল আউট হয়ে যায় অস্ট্রেলিয়ার মহিলা দল। তৃতীয় দিনের শেষে অস্ট্রেলিয়ার রান ছিল ৫ উইকেটে ২৩৩ রান। ক্রিজ়ে ছিলেন অ্যানাবেল সাদারল্যান্ড ও অ্যাশলি গার্ডনার। চতুর্থ দিন সকালে শুরু করেন তাঁরা।
জেস জোনাসনের সঙ্গে মিলে দলের রানকে ৩০০-র কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন সাদারল্যান্ড। কিন্তু কাজটা সহজ ছিল না। কারণ, ভারতীয় বোলারেরা তাঁদের বার বার সমস্যায় ফেলছিলেন। শুরুটা পেসার করলেও পরের চারটি উইকেট নিলেন স্পিনারেরা। স্নেহ রানার বলে সাদারল্যান্ড ২৭ রানে আউট হওয়ার পরে অস্ট্রেলিয়ার সব প্রতিরোধ শেষ হয়ে যায়।