You will be redirected to an external website

Asia Cup: জল্পনার অবসান, ঘোষিত হল এশিয়া কাপের দিনক্ষণ

Asia-Cup:-জল্পনার-অবসান,-ঘোষিত-হল-এশিয়া-কাপের-দিনক্ষণ

অবশেষে বেজে গেল ২০২৩ এশিয়া কাপের ডঙ্কা

অবশেষে বেজে গেল ২০২৩ এশিয়া কাপের ডঙ্কা। জানা গিয়েছে আগামী ৩১ অগাস্ট থেকে এই টুর্নামেন্ট শুরু হতে চলেছে। চলবে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত। পাকিস্তান এবং শ্রীলঙ্কাতেই এই ম্যাচ আয়োজিত হবে বলে জানা গিয়েছে। এই টুর্নামেন্টের হাইব্রিড মডেলে ইতিমধ্যেই সবুজ সংকেত দেওয়া হয়েছে। এবারের এশিয়া কাপে ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান এবং নেপালের মধ্যে মোট ১৩টি একদিনের ম্যাচ খেলা হবে। এশিয়া কাপের চারটে ম্যাচ পাকিস্তানে আয়োজিত হবে। আর বাকি ৯টা ম্যাচ শ্রীলঙ্কায় আয়োজন করা হবে। বৃহস্পতিবার এশিয়ান ক্রিকেট কাউন্সিলর পক্ষ থেকে একটি বিবৃতি দিয়ে এই ঘোষণা করা হয়েছে।

অনেকদিন ধরেই এই এশিয়া কাপ নিয়ে একটা ঝামেলা চলছিল। অবশেষে সেই ঝামেলার অবসান হল। এই টুর্নামেন্টের আয়োজন দুটো দেশে করা হচ্ছে। পাকিস্তানে চারটে ম্যাচ খেলা হবে। আর বাকি ম্যাচগুলো শ্রীলঙ্কায় খেলা হবে। চলতি বছর এশিয়া কাপের দলগুলোকে মোট দুটো গ্রুপে ভাগ করা হয়েছে। আপনারা সকলেই জানেন যে এবারের এশিয়া কাপ পুরোটাই পাকিস্তানে আয়োজন হওয়ার কথা ছিল। কিন্তু, ভারতীয় ক্রিকেট দলের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয় যে এই টুর্নামেন্ট খেলার জন্য তারা কখনই পাকিস্তানের মাটিতে পা রাখবে না। 

অফিশিয়াল ওয়েব সাইটে এই সংক্রান্ত যাবতীয় তথ্য শেয়ার করা হয়েছে। যদিও কবে-কোন ম্যাচ আয়োজন করা হবে, সেই ব্যাপারে এখনও কিছুই জানানো হয়নি। এই টুর্নামেন্টে ভারত বনাম পাকিস্তান ম্যাচের দিকেই আপাতত সকলে তাকিয়ে রয়েছেন। বহু বছর ধরেই এই দুই দলের মধ্যে কোনও দ্বিপাক্ষিক সিরিজ আয়োজন করা হয়নি। কোনও আইসিসি টুর্নামেন্ট কিংবা এশিয়া কাপে এই দুই দলকে একে অপরের বিরুদ্ধে খেলতে দেখা যায়।

AUTHOR :RIMA

টি-টোয়েন্টি-বিশ্বকাপের-জন্য-বিশেষ-প্রস্তুতি-নিচ্ছেন-কোহলি,-ফিটনেস-বাড়াতে-কী-করছেন Read Previous

টি-টোয়েন্টি বিশ্বকাপের ...

Virat-Kohli:-একের-পর-এক-রহস্যময়-পোস্ট-করেই-চলেছেন-বিরাট-কোহলি,আবার-রহস্যময়-পোস্ট! Read Next

Virat Kohli: একের পর এক রহস্যময় প...