দিল্লি-মুম্বই ম্যাচেও টান টান নাটক
আইপিএল হৃদ্স্পন্দন বাড়িয়েই চলেছে দর্শকদের। একের পর এক ম্যাচে গড়াচ্ছে শেষ ওভারে। পেন্ডুলামের মতো দুলছে খেলা। শেষ বল হওয়ার আগে বোঝা যাচ্ছে না কে জিতবে। আরও এক বার শেষ বলে হল খেলার ফয়সালা। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে টান টান ম্যাচ হল মুম্বই ইন্ডিয়ান্সের। প্রতি মুহূর্তে বদলাল খেলার রং। শেষ পর্যন্ত ম্যাচ জিতল মুম্বই।
প্রতিপক্ষ বদলালেও খেলার ফল বদলাচ্ছে না। একের পর এক ম্যাচে হেরে চলেছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের দিল্লি। এ বার ঘরের মাঠে মুম্বই ইন্ডিয়ান্সের কাছেও হারতে হল ডেভিড ওয়ার্নারদের। ব্যাটে-বলে দিল্লিকে টেক্কা দিল মুম্বই। সেই সঙ্গে এ বারের আইপিএলে নিজেদের প্রথম জয় পেল ৫ বারের চ্যাম্পিয়নরা।
আগের ম্যাচে চেন্নাই সুপার কিংসের কাছে হারের পরে রোহিত বলেছিলেন, দলের সিনিয়র ক্রিকেটারদের এগিয়ে আসতে হবে। নিজেকেও সেই তালিকায় রেখেছিলেন মুম্বই অধিনায়ক। দিল্লির বিরুদ্ধে পুরনো ছন্দে দেখা গেল রোহিতকে। অর্ধশতরান করলেন তিনি।
অর্ধশতরান অবশ্য করেছেন দিল্লির অধিনায়কও। কিন্তু ওয়ার্নারের সেই রান দলের কাজে এল না। কারণ, গোটা ইনিংস জুড়ে খেললেও আগের বিধ্বংসী রূপ দেখা গেল না ওয়ার্নারের। এখন তো মাঝ পিচে পড়া বলও ব্যাটে ঠিকঠাক লাগাতে সমস্যায় পড়ছেন তিনি। অক্ষর পটেল না থাকলে লজ্জা আরও বাড়ত দিল্লির।