You will be redirected to an external website

হাসপাতালে রোহিত, ফিল্ডিং করতে গিয়ে চোট পেলেন ভারত অধিনায়ক

হাসপাতালে-রোহিত,-ফিল্ডিং-করতে-গিয়ে-চোট-পেলেন-ভারত-অধিনায়ক

ফিল্ডিং করতে গিয়ে চোট পেলেন ভারত অধিনায়ক

বাংলাদেশের বিরুদ্ধে ফিল্ডিং করার সময় চোট পেলেন রোহিত শর্মা। দ্বিতীয় এক দিনের ম্যাচে সেই ঘটনা ঘটে। বুড়ো আঙুলে চোট পেয়েছেন তিনি। হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে রোহিতকে। এক্সরে করা হবে সেখানে।

দ্বিতীয় এক দিনের ম্যাচে প্রথমে ব্যাট করছে বাংলাদেশ। রোহিত ব্যাট করতে পারবেন কি না সেই সম্পর্কে এখনও ভারতীয় দলের পক্ষ থেকে কিছু জানানো হয়নি। যদিও টুইট করে বোর্ড লেখে, “দ্বিতীয় এক দিনের ম্যাচে ফিল্ডিং করার সময় বুড়ো আঙুলে চোট পেয়েছেন রোহিত শর্মা। ভারতীয় দলের চিকিৎসকরা দেখছেন। স্ক্যান করানোর জন্য নিয়ে যাওয়া হয়েছে তাঁকে।” দলকে নেতৃত্ব দিচ্ছেন লোকেশ রাহুল।

AUTHOR :RIMA

টি-টোয়েন্টি-বিশ্বকাপের-জন্য-বিশেষ-প্রস্তুতি-নিচ্ছেন-কোহলি,-ফিটনেস-বাড়াতে-কী-করছেন Read Previous

টি-টোয়েন্টি বিশ্বকাপের ...

ফাইনালেই-তাঁর-বিশ্বকাপ-যাত্রা-শেষ,-জানালেন-লিয়ো,-অবসরে-যাচ্ছেন-মেসি?-জল্পনা-বিশ্ব-জুড়ে Read Next

ফাইনালেই তাঁর বিশ্বকাপ ...