শুক্রবারই কলকাতায় এসে পড়ল ভারতীয় দল
শুক্রবার বিকেল ৫.৩০টা নাগাদ ভারতীয় দলের বিমান কলকাতার মাটিতে নামে। কিছু ক্ষণ পরেই ক্রিকেটারেরা একে একে বেরিয়ে আসতে থাকেন। ক্রিকেটারদের জন্যে বিমানবন্দরের বাইরে অপেক্ষা করছিলেন হাজার হাজার সমর্থক। বিরাট কোহলি, রোহিত শর্মারা একে একে বেরিয়ে আসতেই সমর্থকেরা ক্রিকেটারদের নাম ধরে চিৎকার শুরু করেন। বিমানবন্দরে পরিবেশ দেখে মনে হচ্ছিল ভারত বিশ্বকাপ জিতে দেশে ফিরেছে।
বিমানবন্দর থেকে বাসে চেপে বাইপাসের ধারে একটি হোটেলের দিকে রওনা দেয় ভারতীয় দল। বাসে ওঠার সময় সূর্যকুমার যাদব, রোহিত শর্মাকে ফুরফুরে মেজাজে দেখা গিয়েছে। তুলনায় একটু গম্ভীর ছিলেন কোহলি। বাকি ক্রিকেটারেরাও মোটামুটি ফুরফুরে মেজাজে ছিলেন। শুক্রবার দলের কোনও অনুশীলন নেই।
ইডেনের এই ম্যাচ নিয়ে ইতিমধ্যেই ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। টিকিট না পাওয়া নিয়ে বিক্ষোভ থেকে শুরু করে টিকিটের কালোবাজারিও চলছে দেদার। কলকাতায় বিশ্বকাপ টিকিটের কালোবাজারির তদন্তে নেমে কলকাতা পুলিশ ইতিমধ্যেই ডেকে পাঠিয়েছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি)-এর সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়কে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে তাঁকে হাজিরা দিতে বলা হয়েছে। সিএবির পক্ষ থেকে অবশ্য কলকাতা পুলিশের এই ডেকে পাঠানোর বিষয়টি অস্বীকার করা হয়েছে। ডাক পাঠানো হয়েছিল অনলাইনে টিকিট বিক্রি করা একটি সংস্থার প্রতিনিধিদের। শুক্রবারই তাঁরা হাজিরা দিয়েছেন ময়দান থানায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচের ৯০০ টাকার টিকিট ৮০০০ টাকায় বিক্রির চেষ্টার অভিযোগে গ্রেফতার করা হয়েছে তিন জনকে। তাদের নাম শুভ্রদীপ ভট্টাচার্য, সুমন সর্দার এবং সন্দীপন লাহা। তাঁদের কাছ থেকে ১৭টি টিকিট বাজেয়াপ্ত করা হয়েছে। এ ছাড়া চড়া মূল্যে টিকিট বিক্রির অভিযোগে বৃহস্পতিবার গ্রেফতার করা হয়েছে হর্ষ গুপ্ত এবং হর্ষিত আগরওয়াল নামে দু’জনকে। তাঁদের কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে আটটি টিকিট। তাঁদের বিরুদ্ধে অনলাইনে বিপুল দামে টিকিট বিক্রি করার অভিযোগ জমা পড়েছে হেয়ার স্ট্রিট থানায়।