You will be redirected to an external website

Rohit Sharma: পিঠে কন্যা, কাঁধে দেশ, পাশে ভাই… রত্নগর্ভা পূর্ণিমার ইন্সটা পোস্ট ভাইরাল

Rohit-Sharma:-পিঠে-কন্যা,-কাঁধে-দেশ,-পাশে-ভাই…-রত্নগর্ভা-পূর্ণিমার-ইন্সটা-পোস্ট-ভাইরাল

রোহিত ব্রিগেড এখনও শুভেচ্ছা বার্তায় ভাসছেন

বিশ্বজয়ী ভারতীয় ক্যাপ্টেন রোহিত শর্মা ভবিষ্য়তেও আলোচনায় থাকবেন। তাঁর নেতৃত্বে ভারত দ্বিতীয় বার টি-২০ বিশ্বকাপ  জিতেছে। শুধু তাই নয়, এই প্রথম বার কোনও টিম টি-২০ বিশ্বকাপে অপরাজিত থেকে চ্যাম্পিয়ন হয়েছে। রোহিতের নেতৃত্বাধীন টিম ইন্ডিয়ার যত প্রশংসাই করা হয়, যেন কম পড়ে। সোশ্যাল মিডিয়ায় রত্নগর্ভা পূর্ণিমা শর্মার ইন্সটাগ্রাম পোস্ট ভাইরাল হয়েছে। পূর্ণিমা শর্মা হলেন ভারত অধিনায়ক রোহিত শর্মার মা। 

আসলে রোহিত শর্মার মা পূর্ণিমা শর্মা ইন্সটাগ্রামে তাঁর ছেলে, বিরাট কোহলি এবং নাতনি সামাইরার একটি ছবি পোস্ট করেছেন। সঙ্গে লিখেছেন আকর্ষণীয় কয়েকটি লাইন। রত্নগর্ভা পূর্ণিমার শেয়ার করা ছবিটিতে দেখা যায় উপরের দিকে লেখা টি-২০ ক্রিকেটের দুই সর্বকালের সেরা। আর ওই ছবিটির নীচের দিকে পূর্ণিমা লিখেছিলেন, ‘মেয়ে রয়েছে ওর পিঠে। দেশ রয়েছে ওর কাঁধে। আর ভাই রয়েছে ওর পাশে।’ 

বিরাট কোহলিকে ছেলের চোখে দেখেন রোহিত শর্মার মা। পূর্ণিমা শর্মার ওই ইন্সটাগ্রাম পোস্টের কয়েকটা কথা অনেক কিছু বলে দেয়। এমনিতেই বিরাট-রোহিতের বন্ডিং কারও অজানা নয়। তাঁদের পরিবারের সম্পর্কও যে ভালো। তার প্রমাণ এ বার পাওয়া গেল। রোহিতের মায়ের পোস্টে লাইক, কমেন্ট বেড়েই চলেছে। এক ইন্সটা ব্যবহারকারী লিখেছেন, ‘আপনি দেশকে এক হিরে দিয়েছেন।’ অপর একজন লিখেছে, ‘ধন্যবাদ আন্টি, আপনি রোহিত ভাইয়ের মতো ছেলে দেশকে দেওয়ার জন্য।’

AUTHOR :RIMA

টি-টোয়েন্টি-বিশ্বকাপের-জন্য-বিশেষ-প্রস্তুতি-নিচ্ছেন-কোহলি,-ফিটনেস-বাড়াতে-কী-করছেন Read Previous

টি-টোয়েন্টি বিশ্বকাপের �...

Rohit-Sharma:-রোহিতের-নেতৃত্বের-স্টাইলে-মুগ্ধ-পাকিস্তানের-কিংবদন্তি-ক্রিকেটার Read Next

Rohit Sharma: রোহিতের নেতৃত্বের �...

Related News