You will be redirected to an external website

কাটাতে মরিয়া ভারত, রবিবার নিউ জ়িল্যান্ডকে হারিয়ে শীর্ষে ওঠার লক্ষ্যে রোহিতেরা

কাটাতে-মরিয়া-ভারত,-রবিবার-নিউ-জ়িল্যান্ডকে-হারিয়ে-শীর্ষে-ওঠার-লক্ষ্যে-রোহিতেরা

রবিবার নিউ জ়িল্যান্ডকে হারিয়ে শীর্ষে ওঠার লক্ষ্যে রোহিতেরা

২০০৩ সালের বিশ্বকাপে শেষ বার নিউ জ়িল্যান্ডকে হারিয়েছিল ভারত। সেই দলে যাঁরা খেলেছিলেন, তাঁদের মধ্যে এক জন রাহুল দ্রাবিড়। তিনি এখন ভারতীয় দলের কোচ। গত ২০ বছরে আইসিসি প্রতিযোগিতায় নিউ জ়িল্যান্ডকে দেখলেই যেন আগে থেকে চাপে পড়ে যায় ভারত। ২০১৯ সালের বিশ্বকাপ সেমিফাইনাল তার শেষতম সংস্করণ। 

এ বারের বিশ্বকাপে ভারত ও নিউ জ়িল্যান্ড দু’দলই সমান ফর্মে রয়েছে। দু’দলই নিজেদের প্রথম ৪ ম্যাচ জিতে ৮ পয়েন্ট পয়েছে। নেট রানরেটে ভারতকে টপকে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে নিউ জ়িল্যান্ড। অর্থাৎ, রবিবার যে দল জিতবে সেই দল পয়েন্ট তালিকার শীর্ষে নিজেদের জায়গা আরও পাকা করবে।

এক দিকে নিউ জ়িল্যান্ড পাচ্ছে না দলের অধিনায়ক কেন উইলিয়ামসনকে। হাতের আঙুলের হাড়ে চিড় ধরেছে তাঁর। ফলে বেশ কয়েকটি ম্যাচে মাঠের বাইরে থাকতে হবে উইলিয়ামসনকে। অন্য দিকে আবার বাংলাদেশের বিরুদ্ধে পায়ে চোট পেয়েছেন হার্দিক পাণ্ড্য। নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে খেলতে পারবেন না দলের অলরাউন্ডার। হার্দিক না থাকায় ভারতীয় দলের প্রথম একাদশের ভারসাম্যে সমস্যা হতে পারে। সেই সমস্যার মোকাবিলা করতে হবে ভারতকে।

ম্যাচের আগে অবশ্য আত্মবিশ্বাসী রোহিত। ভারত অধিনায়ক জানিয়েছেন, অতীতে কী হয়েছে সে দিকে তাকাতে চান না তিনি। চান সামনের দিকে তাকাতে। রবিবার ধর্মশালায় নিজেদের সেরাটা দিতে চান। ম্যাচ জিততে চান। তবে দলের ছেলেদের উপর অতিরিক্ত চাপ দিতে চান না রোহিত।

AUTHOR :RIMA

টি-টোয়েন্টি-বিশ্বকাপের-জন্য-বিশেষ-প্রস্তুতি-নিচ্ছেন-কোহলি,-ফিটনেস-বাড়াতে-কী-করছেন Read Previous

টি-টোয়েন্টি বিশ্বকাপের �...

World-Cup-2023:বিশ্বকাপের-সেমিতে-যেতে-আর-ক’টি-ম্যাচ-জিততে-হবে-পাকিস্তানকে-? Read Next

World Cup 2023:বিশ্বকাপের সেমিতে ...

Related News