You will be redirected to an external website

World Cup 2023: রবিবার জিতলেই কি বিশ্বকাপের সেমিফাইনালে রোহিতেরা?পয়েন্ট তালিকার লড়াই কী বলছে?

World-Cup-2023:-রবিবার-জিতলেই-কি-বিশ্বকাপের-সেমিফাইনালে-রোহিতেরা?পয়েন্ট-তালিকার-লড়াই-কী-বলছে?

রবিবার জিতলেই কি বিশ্বকাপের সেমিফাইনালে রোহিতেরা

এ বারের বিশ্বকাপে সবার আগে সেমিফাইনালে জায়গা পাকা করার সুযোগ রয়েছে ভারতের কাছে। এখনও কোনও ম্যাচ হারেনি তারা। পাঁচটি ম্যাচের মধ্যে পাঁচটিতেই জিতেছে। তবে ইংল্যান্ডের বিরুদ্ধে রবিবার জিতলেই সেমিফাইনালে জায়গা পাকা হবে না রোহিত শর্মাদের। 

ভারত এখন লিগ তালিকায় দ্বিতীয় স্থানে। পাঁচ ম্যাচ খেলে পেয়েছে ১০ পয়েন্ট। দক্ষিণ আফ্রিকা শীর্ষে থাকলেও তারা একটি ম্যাচ বেশি খেলেছে। ভারতের ম্যাচ বাকি ইংল্যান্ড, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা এবং নেদারল্যান্ডসের বিরুদ্ধে। এই মুহূর্তে পয়েন্ট টেবিলের যা অবস্থা তাতে ১২ পয়েন্ট নিয়েও নিশ্চিন্ত হওয়া যাবে না। 

ভারত রবিবার জিতলে তাদের হবে ১২ পয়েন্ট। প্রথম চারের বাইরে থাকা দলগুলির মধ্যে শ্রীলঙ্কা এবং আফগানিস্তানের এখনও সুযোগ রয়েছে ১২ পয়েন্টে পৌঁছে যাওয়ার। ফলে তিনটি দল ১২ পয়েন্টে পৌঁছে গেলে লড়াই হবে নেট রানরেটের। সেই সম্ভাবনা থাকায় ১২ পয়েন্ট পেলেই সেমিফাইনালে যাওয়ার রাস্তা পরিষ্কার হয়ে যাবে না ভারতের।

লিগ তালিকায় প্রথম চারে যথাক্রমে দক্ষিণ আফ্রিকা, ভারত, নিউ জ়িল্যান্ড এবং অস্ট্রেলিয়া। প্রথম দুই দলের রয়েছে ১০ পয়েন্ট করে। যদিও দক্ষিণ আফ্রিকা একটি ম্যাচ বেশি খেলেছে। প্রথম চার দলের ঠিক পিছনে চার পয়েন্ট করে নিয়ে যথাক্রমে শ্রীলঙ্কা, পাকিস্তান এবং আফগানিস্তান। এই তিন দলের মধ্যে পাকিস্তান খেলেছে ছ’টি ম্যাচ। শ্রীলঙ্কা এবং আফগানিস্তান পাঁচটি করে ম্যাচ খেলায় কিছুটা সুবিধা পাবে তারা।

AUTHOR :RIMA

টি-টোয়েন্টি-বিশ্বকাপের-জন্য-বিশেষ-প্রস্তুতি-নিচ্ছেন-কোহলি,-ফিটনেস-বাড়াতে-কী-করছেন Read Previous

টি-টোয়েন্টি বিশ্বকাপের ...

Travis-Head:ফিরেই-বাজিমাত,-বিশ্বকাপ-অভিষেকে-দ্রুততম-শতরান-ট্রাভিস-হেডের Read Next

Travis Head:ফিরেই বাজিমাত, বিশ্...