You will be redirected to an external website

T20 World Cup: প্রকাশিত হল টি২০ বিশ্বকাপের সূচি,আমেরিকা এবং ওয়েস্ট ইন্ডিজ়ে আয়োজিত হবে

T20-World-Cup:-প্রকাশিত-হল-টি২০-বিশ্বকাপের-সূচি,আমেরিকা-এবং-ওয়েস্ট-ইন্ডিজ়ে-আয়োজিত-হবে-

প্রকাশিত হল টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি

প্রকাশিত হল টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি। এ বছরের জুন মাসে আমেরিকা এবং ওয়েস্ট ইন্ডিজ়ে আয়োজিত হবে এই প্রতিযোগিতা। নিউ ইয়র্কে আগামী ৯ জুন মুখোমুখি হচ্ছে ভারত এবং পাকিস্তান। দুই দলই রয়েছে গ্রুপ এ-তে। সেই গ্রুপের বাকি তিনটি দল আমেরিকা, কানাডা এবং আয়ারল্যান্ড। ১ জুন থেকে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ফাইনাল ২৯ জুন।

 ৫ জুন নিউ ইয়র্কে হবে সেই খেলা। তার চার দিন পরে অর্থাৎ, ৯ জুন নিউ ইয়র্কেই পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নামবে তারা। ভারতের তৃতীয় ম্যাচ আয়োজক দেশ আমেরিকার বিরুদ্ধে। ১২ জুন সেই খেলা। তৃতীয় ম্যাচও নিউ ইয়র্কেই খেলবে ভারত। গ্রুপের শেষ ম্যাচে ভারতের বিরুদ্ধে কানাডা। সেই ম্যাচ খেলতে ফ্লোরিডা যেতে হবে ভারতীয় দলকে।

ভারতের গ্রুপ পর্বের চারটি খেলাই আমেরিকায় হচ্ছে। বস্তুত, গ্রুপ এ-তে থাকা প্রতিটি দলের খেলাই আমেরিকায় হবে। গ্রুপ বি এবং গ্রুপ সি থেকে থাকা দলগুলির খেলা হবে ওয়েস্ট ইন্ডিজ়ে। এক মাত্র গ্রুপ ডি-তে যারা রয়েছে, তাদের খেলা আমেরিকা এবং ওয়েস্ট ইন্ডিজ়ে মিলিয়েমিশিয়ে হবে। অর্থাৎ, গ্রুপ পর্ব থেকে ভারত যদি সুপার ৮-এ ওঠে তখনই ওয়েস্ট ইন্ডিজ়ে খেলতে যাবে তারা। সেখানে ২০ জুন বার্বাডোজ়ে ভারতের প্রথম খেলা হতে পারে। ফাইনাল ২৯ জুন বার্বাডোজ়ে। এ বারের বিশ্বকাপে মোট ২০টি দল অংশ নেবে। চারটি গ্রুপে এই দলগুলিকে ভাগ করা হয়েছে। প্রতিটি গ্রুপে রয়েছে পাঁচটি করে দল।

AUTHOR :RIMA

টি-টোয়েন্টি-বিশ্বকাপের-জন্য-বিশেষ-প্রস্তুতি-নিচ্ছেন-কোহলি,-ফিটনেস-বাড়াতে-কী-করছেন Read Previous

টি-টোয়েন্টি বিশ্বকাপের ...

চার-বারের-বিশ্বকাপজয়ী-ফুটবলারের-জীবনাবসান,-৯২-বছর-বয়সে-মৃত্যু- Read Next

চার বারের বিশ্বকাপজয়ী ফ...