You will be redirected to an external website

India Vs West Indies: বিমান বিলম্ব, সারা রাত বিমানবন্দরে কাটিয়ে ক্ষুব্ধ রোহিতেরা

India-Vs-West-Indies:-বিমান-বিলম্ব,-সারা-রাত-বিমানবন্দরে-কাটিয়ে-ক্ষুব্ধ-রোহিতেরা

সারা রাত বিমানবন্দরে কাটিয়ে ক্ষুব্ধ রোহিতেরা

সিরিজ় শুরুর আগে ঠিক মতো বিশ্রাম করতে পারলেন না ভারতীয় ক্রিকেটারেরা। বার্বাডোজের বিমানের জন্য সারা রাত বিমানবন্দরে অপেক্ষা করতে হওয়ায় রোহিত শর্মা, বিরাট কোহলিরা ঘুমাতে পারলেন না। ওয়েস্ট ইন্ডিজ়ের অব্যবস্থায় বিরক্ত ক্রিকেটারেরা অভিযোগ জানিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডকে।

 টেস্ট ম্যাচ খেলা ক্রিকেটারদের অনুশীলন রাখেননি কোচ রাহুল দ্রাবিড়। বিশ্রাম দিয়ে তরতাজা করে তুলতে চেয়েছিলেন রোহিত, বিরাটদের। ভারত-ওয়েস্ট ইন্ডিজ় দ্বিতীয় টেস্ট হয়েছিল ত্রিনিদাদে। বৃহস্পতিবার প্রথম এক দিনের ম্যাচ হবে বার্বাডোজে। মঙ্গলবার রাত ১১টার সময় ত্রিনিদাদ থেকে বার্বাডোজের বিমান ছিল ভারতীয় দলের। নির্দিষ্ট সময় বিমানবন্দরে পৌঁছে যায় ভারতীয় দল। কিন্তু সময় মতো বিমান ছাড়েনি। ক্রমশ পিছিয়েছে বিমান ছাড়ার সময়। শেষ পর্যন্ত রাত ৩টের পর ভারতীয় দলের বিমান ছাড়ে। বুধবার ভোর পাঁচটায় বার্বাডোজ পৌঁছন রোহিত, বিরাটেরা। সারারাত বিমানবন্দরেই জেগে বসে থাকতে হয় তাঁদের।

ভারতীয় দলের পক্ষ থেকে এই অব্যবস্থা নিয়ে লিখিত অভিযোগ করা হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডকে। একে ঘন ঘন ম্যাচ। তার উপর ক্রিকেটারেরা বিশ্রামের পর্যাপ্ত সময় না পাওয়ায় ক্ষুব্ধ কোচ রাহুল দ্রাবিড়ও। ক্রিকেটারদের বিশ্রাম দেওয়ার জন্য বুধবারের নির্দিষ্ট অনুশীলন বাতিল করে দিয়েছেন তিনি। ভারতীয় দল সিদ্ধান্ত নিয়েছে, ওয়েস্ট ইন্ডিজ় সফরে তারা আর রাতের বিমানে সফর করবে না। ক্রিকেটারদের এই দাবি মেনে নিয়েছেন ক্রিকেট কর্তারা।

AUTHOR :RIMA

টি-টোয়েন্টি-বিশ্বকাপের-জন্য-বিশেষ-প্রস্তুতি-নিচ্ছেন-কোহলি,-ফিটনেস-বাড়াতে-কী-করছেন Read Previous

টি-টোয়েন্টি বিশ্বকাপের ...

ICC-Ranking:-টেস্ট-ব্যাটারদের-ক্রমতালিকায়-প্রথম-১০-এ-ফিরলেন-রোহিত Read Next

ICC Ranking: টেস্ট ব্যাটারদের ক...