You will be redirected to an external website

এশিয়া কাপের ফাইনালের আগে লম্বা বৈঠক ভারতের কোচ, অধিনায়ক এবং নির্বাচকের

এশিয়া-কাপের-ফাইনালের-আগে-লম্বা-বৈঠক-ভারতের-কোচ,-অধিনায়ক-এবং-নির্বাচকের

তিন ঘণ্টার লম্বা বৈঠক করলেন ভারতীয় দলের কোচ

তিন ঘণ্টার লম্বা বৈঠক করলেন ভারতীয় দলের কোচ, অধিনায়ক এবং প্রধান নির্বাচক। রাহুল দ্রাবিড়, রোহিত শর্মা এবং অজিত আগরকরের সেই বৈঠকে যোগ দিয়েছিলেন ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং কোচও। যদিও তাঁদের বাদ দিয়েও ঘণ্টা খানেকের বৈঠক করেন ভারতীয় ক্রিকেট দলের তিন প্রধান মস্তিষ্ক।

বৈঠক শুরু হয়েছিল দ্রাবিড় এবং ব্যাটিং কোচ বিক্রম রাঠৌরের মধ্যে। সেখানে যোগ দেন রোহিত এবং আগরকর। পরে বৈঠকে যোগ দেন বোলিং কোচ পরেশ মামব্রে এবং ফিল্ডিং কোচ টি দিলীপ। ছ’জন মিলে দীর্ঘ ক্ষণ দল নিয়ে কথা বলেন। তিন ঘণ্টার বেশি সময় ধরে তাঁরা কথা বলেন।

সূত্রের খবর, এশিয়া কাপের ফাইনাল পরিকল্পনা করেছেন তাঁরা। সেই সঙ্গে অক্ষর পটেলের চোট নিয়েও কথা হয়েছে। শুধু এশিয়া কাপের ফাইনাল নয়, অস্ট্রেলিয়া সিরিজ় এবং বিশ্বকাপের ভাবনাও রয়েছে দলের। সেই নিয়েও তাঁদের মধ্যে কথা হয়েছে।

বাংলাদেশের বিরুদ্ধে ব্যাট করার সময় চোট পান অক্ষর। সেই নিয়েই খেলছিলেন তিনি। দলকে জেতাতে না পারলেও তাঁর লড়াই নজর কেড়েছে। ওয়াশিংটন সুন্দরকে শ্রীলঙ্কা নিয়ে যাওয়া হয়েছে। তৈরি রাখা হচ্ছে তাঁকে। প্রয়োজনে দলে নেওয়া হবে ওয়াশিংটনকে। ফাইনালের আগে অক্ষরের চোট ভারতীয় দলকে চিন্তায় ফেলে দিয়েছে।

AUTHOR :RIMA

টি-টোয়েন্টি-বিশ্বকাপের-জন্য-বিশেষ-প্রস্তুতি-নিচ্ছেন-কোহলি,-ফিটনেস-বাড়াতে-কী-করছেন Read Previous

টি-টোয়েন্টি বিশ্বকাপের ...

Mohammed-Siraj:-৬-উইকেটের-পুরস্কার-৪-লক্ষ-১৫-হাজার-টাকা,পুরোটাই-ফিরিয়ে-দিয়েছেন-ভারতীয়-পেসার Read Next

Mohammed Siraj: ৬ উইকেটের পুরস্কা...