You will be redirected to an external website

Jasprit Bumrah: পুত্রসন্তানের বাবা হলেন যশপ্রীত বুমরা, সকালেই বাবা হওয়ার খবর দিলেন যশপ্রীত

Jasprit-Bumrah:-পুত্রসন্তানের-বাবা-হলেন-যশপ্রীত-বুমরা,-সকালেই-বাবা-হওয়ার-খবর-দিলেন-যশপ্রীত

পুত্রসন্তানের বাবা হলেন যশপ্রীত বুমরা

সোমবার নেপালের বিরুদ্ধে ভারতের ম্যাচ। সে দিন সকালেই বাবা হওয়ার খবর দিলেন যশপ্রীত বুমরা। পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচের পরেই তিনি দেশে ফিরেছিলেন। এ দিন সকালে জানালেন, পুত্রসন্তানের জন্ম দিয়েছেন তাঁর স্ত্রী সঞ্জনা গণেশন। 

সোমবার সকালে একটি ছবি পোস্ট করে বুমরা লেখেন, “আমাদের ছোট পরিবার একটু বেড়ে গেল। যতটা ভেবেছিলাম তার থেকেও বেশি খুশি হয়েছি। আজ সকালে আমাদের ছেলে অঙ্গদ যশপ্রীত বুমরা পৃথিবীর আলো দেখল। আমরা দু’জনেই অত্যন্ত খুশি।

বুমরার পোস্টে শুভেচ্ছা জানিয়েছেন সূর্যকুমার যাদব, রোহিত শর্মার স্ত্রী রিতিকা। তবে মজার মন্তব্য করেছেন দীনেশ কার্তিক। তিনি লিখেছেন, “তোমাদের দু’জনকেই অনেক শুভেচ্ছা। এ বার থেকে শুধু ইয়র্কার নিখুঁত করলে চলবে না, ডায়াপার বদলানোর ব্যাপারেও নিখুঁত হতে হবে।”

রবিবার রাতে দেশে ফিরেছেন বুমরা। কিন্তু তাঁর ফেরার ব্যাপারে ভারতীয় বোর্ডের তরফে আনুষ্ঠানিক ভাবে কিছু জানানো হয়নি। নেপালের বিরুদ্ধে তিনি খেলতে পারবেন না। কিন্তু সুপার ফোরের ম্যাচে তিনি ফিরছেন। আনন্দের সময়ে স্ত্রী সঞ্জনার সঙ্গ দিতেই বোর্ডের অনুমতি নিয়ে তিনি দেশে ফিরেছেন বলে জানা গিয়েছে।

AUTHOR :RIMA

টি-টোয়েন্টি-বিশ্বকাপের-জন্য-বিশেষ-প্রস্তুতি-নিচ্ছেন-কোহলি,-ফিটনেস-বাড়াতে-কী-করছেন Read Previous

টি-টোয়েন্টি বিশ্বকাপের �...

Asia-Cup-2023:-বৃষ্টিবিঘ্নিত-ম্যাচে-নেপালকে-১০-উইকেটে-হারালেন-রোহিতেরা Read Next

Asia Cup 2023: বৃষ্টিবিঘ্নিত ম্য�...

Related News