You will be redirected to an external website

৩ বছর পরে আবার ইডেনে খেলতে নামছে কলকাতা নাইট রাইডার্স,খেলা নিয়ে উন্মাদনা তুঙ্গে

৩-বছর-পরে-আবার-ইডেনে-খেলতে-নামছে-কলকাতা-নাইট-রাইডার্স,খেলা-নিয়ে-উন্মাদনা-তুঙ্গে

খেলা নিয়ে উন্মাদনা তুঙ্গে

গত বছর ইডেনে আইপিএলের খেলা হয়েছিল। কিন্তু নামতে পারেননি বেগনি জার্সিধারীরা। বদলে খেলেছিল বিরাট কোহলির ব্যাঙ্গালোর। সেই ম্যাচেও ইডেন ভরিয়েছিলেন দর্শকরা। চিন্নাস্বামীর থেকে কোনও অংশে কম সমর্থন পাননি কোহলিরা। কিন্তু বৃহস্পতিবার তাঁরা যখন ইডেনে নামবেন, তখন কি আর এতটা সমর্থন পাবেন তাঁরা? কারণ, এ বার তো আর সামনে লখনউ সুপার জায়ান্টস নেই। রয়েছে কলকাতা নাইট রাইডার্স। শাহরুখ খানের কেকেআর। আন্দ্রে রাসেল, সুনীল নারাইনদের কেকেআর। ৩ বছর পরে ঘরের দলকে স্বাগত জানাতে তৈরি তিলোত্তমা। ইডেনের বাইরের ছবিটাই সেটা স্পষ্ট করে দিচ্ছে।

টিকিটের চাহিদা শুরু হয়েছে বেশ কয়েক দিন আগে থেকেই। খেলার আগের দিন মাঠের বাইরে হাহাকার। ইডেনের সামনের রাস্তায় টিকিট-প্রত্যাশীদের ভিড়। যদি কোনও রকমে একটা টিকিট মেলে। চারদিকে শুধু কালো মাথার ভিড়। হবে নাই বা কেন? কোভিডের কারণে গত ৩ বছর আইপিএলের ‘উৎসব’ থেকে বঞ্চিত থেকেছেন দর্শকরা। কখনও বিদেশে, কখনও ফাঁকা স্টেডিয়ামে খেলা হয়েছে। আইপিএলের মতো কোটিপতি লিগে কি আর সেটা মানায়! এ বার তার পুরনো মেজাজে ফিরেছে আইপিএল। ফিরেছে ইডেনও।

আইপিএল খেলতে সোমবার রাতে কলকাতায় পা দিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। মঙ্গলবার অনুশীলন ছিল তাঁদের। ইডেনে ফ্লাডলাইটের আলোয় অনুশীলন করেছেন প্রাক্তন কেকেআর অধিনায়ক দীনেশ কার্তিক। কিন্তু কোহলি, ডুপ্লেসিদের দেখা যায়নি। বুধবার নিশ্চয় তাঁরা অনুশীলন করবেন। আগের ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সকে হারানোয় আত্মবিশ্বাস তুঙ্গে থাকবে কোহলিদের। ইডেনে তাঁর রেকর্ড বেশ ভাল। গত বার এই ইডেন তাঁদের জিতিয়েছিল। কিন্তু এ বার লড়াইটা সহজ হবে না। কারণ, এ বার মাঠে কেকেআরের ১১ ক্রিকেটারের পাশে গ্যালারিতে থাকবেন হাজার হাজার সমর্থক। তাঁরা গলা ফাটাবেন ঘরের দলের জন্য। বুধবারের ট্রেলার কিন্তু সেই ইঙ্গিতই দিচ্ছে।

AUTHOR :RIMA

টি-টোয়েন্টি-বিশ্বকাপের-জন্য-বিশেষ-প্রস্তুতি-নিচ্ছেন-কোহলি,-ফিটনেস-বাড়াতে-কী-করছেন Read Previous

টি-টোয়েন্টি বিশ্বকাপের ...

রসে-মাখামাখি-কেকেআর!আরসিবির-বিরুদ্ধে-নামার-আগে-মিষ্টিমুখ-করলেন-রহমনউল্লাহ-গুরবাজ Read Next

রসে মাখামাখি কেকেআর!আরস...