You will be redirected to an external website

World Cup 2023: ১ বলে ১৩ রান!সম্ভব করলেন নিউ জ়িল্যান্ডের ব্যাটার...

World-Cup-2023:-১-বলে-১৩-রান!সম্ভব-করলেন-নিউ-জ়িল্যান্ডের-ব্যাটার...

বিশ্বকাপের ম্যাচে অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছেন বাঁহাতি ব্যাটার

সাধারণ ভাবে ক্রিকেটে এক বলে সর্বোচ্চ ৬ রান হয়। ‘নো’ বল হলে সর্বোচ্চ ৭ রান হতে পারে। অথচ নেদারল্যান্ডসের বিরুদ্ধে এক বলে ১৩ রান নিয়েছেন নিউ জ়িল্যান্ডের ব্যাটার মিচেল স্যান্টনার।

সোমবার বিশ্বকাপের ম্যাচে অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছেন বাঁহাতি ব্যাটার। তা-ও আবার নিউ জ়িল্যান্ডের ইনিংসের একদম শেষ বলে। বোলার ছিলেন নেদারল্যান্ডসের বাস ডে লিড। তিনি একটি ফুলটস বল করেন। অসুবিধা হয়নি স্যান্টনারের। তিনি লং অনের উপর দিয়ে ছক্কা হাঁকান। বলের উচ্চতা কোমরের উপরে থাকায় লেগ আম্পায়ার ‘নো’ ডাকেন। ফলে ৭ রান যোগ হয় নিউ জ়িল্যান্ডের। পাশাপাশি, একটি ফ্রি হিট পায় নিউ জ়িল্যান্ড। সেই বলটিও ফুলটস করেন লিড। আসলে ইয়র্কার দেওয়ার চেষ্টা করেছিলেন নেদারল্যান্ডসের বোলার। সেই বলটিকেও ব্যাকওয়ার্ড পয়েন্ট অঞ্চল দিয়ে মাঠের বাইরে পাঠিয়ে দেন স্যান্টনার। আবার ছক্কা। ফলে মাত্র একটি বৈধ বল থেকে দলের জন্য ১৩ রান তুলে নেন স্যান্টনার। তিনি করেন ১২ রান।

সোমবার নিউ জ়িল্যান্ডের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন স্যান্টনার । ব্যাট হাতে ১৭ বলে ৩৬ রানের অপরাজিত ইনিংস খেলার পাশাপাশি বল হাতেও নিজের দক্ষতার প্রমাণ দিয়েছেন তিনি। ১০ ওভার বল করে ৫৯ রান দিয়ে ৫ উইকেট নেন। 

AUTHOR :RIMA

টি-টোয়েন্টি-বিশ্বকাপের-জন্য-বিশেষ-প্রস্তুতি-নিচ্ছেন-কোহলি,-ফিটনেস-বাড়াতে-কী-করছেন Read Previous

টি-টোয়েন্টি বিশ্বকাপের ...

World-Cup-2023:-১৫-ওভার-বাকি-থাকতেই-ম্যাচ-ভারতের,-রান-তুলল-১৫-ওভার-বাকি-থাকতে Read Next

World Cup 2023: ১৫ ওভার বাকি থাকতে...