টেস্টের দ্বিতীয় দিনে জোড়া শতরান
অভিষেক টেস্টে টুপিটি যশস্বী জয়সওয়াল পেয়েছিলেন রোহিত শর্মার হাতে। বুধবার টুপি পেয়েছিলেন রোহিতের হাত থেকে। বৃহস্পতিবার তাঁর সঙ্গে জুটি বেঁধে শতরান করলেন যশস্বী। অভিষেক টেস্টে শতরান। এর আগে রোহিতও অভিষেক টেস্টে শতরান করেছিলেন। ৩৬ বছরের রোহিত দেখলেন ২১ বছরের তরুণ ওপেনার অভিষেক টেস্টে শতরান করছেন। আর তিনি উল্টো দিকে দাঁড়িয়ে বাহবা দিচ্ছেন।
এই ওয়েস্ট ইন্ডিজ় দলের পক্ষে ভারতকে কঠিন পরীক্ষার মুখে ফেলা তো দূর কোনও প্রতিরোধ গড়ে তোলা সম্ভব বলেও মনে হচ্ছে না। ক্যারিবিয়ান দলের ন’জন ক্রিকেটার বল করেছেন। ওপেনার ত্যাগনারাইন চন্দ্রপল এবং উইকেটরক্ষক জসুয়া দ্য সিলভা শুধু বল করেননি। ন’জন মিলেও ভারতের ব্যাটারদের কোনও রকম সমস্যা তৈরি করতে পারেননি। দুই ওপেনার শুভমন এবং রোহিত ২২৯ রানের জুটি গড়েন। ২০০২ সালের পর এটাই ওয়েস্ট ইন্ডিজ়ের মাটিতে ভারতের সর্বোচ্চ ওপেনিং জুটি।
অন্য ওপেনার যশস্বী যদিও কোনও ভুল করার দিকে পা দিচ্ছেন না। তিনি ১৭তম ভারতীয় ব্যাটার যিনি অভিষেক টেস্টে শতরান করলেন। ভারতীয়দের মধ্যে প্রথম এই কীর্তি গড়েছিলেন লালা অমরনাথ। ১৯৩৩ সালে তিনি ইংল্যান্ডের বিরুদ্ধে নিজের প্রথম ম্যাচে শতরান করেছিলেন। এর পর একাধিক ক্রিকেটার নিজের প্রথম টেস্টে শতরান করেছেন। তাঁদের মধ্যে গুন্ডাপ্পা বিশ্বনাথ, মহম্মদ আজহারউদ্দিন, সৌরভ গঙ্গোপাধ্যায়, বীরেন্দ্র সহবাগ, সুরেশ রায়না, শিখর ধাওয়ানেরা রয়েছেন। ২০২১ সালে অভিষেক হয় শ্রেয়স আয়ারের। তিনিই শেষ ভারতীয় যিনি অভিষেক টেস্টে শতরান করেছিলেন। তার আগে ২০১৮ সালে পৃথ্বী শ অভিষেক টেস্টে শতরান করেছিলেন।