You will be redirected to an external website

World Cup 2023: চার বছরের অপেক্ষা শেষ,বৃহস্পতিবার থেকে ভারতে শুরু হচ্ছে বিশ্বকাপের মহাযজ্ঞ

World-Cup-2023:-চার-বছরের-অপেক্ষা-শেষ,বৃহস্পতিবার-থেকে-ভারতে-শুরু-হচ্ছে-বিশ্বকাপের-মহাযজ্ঞ

বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে চলতি বছরের এক দিনের বিশ্বকাপ

অবশেষে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে চলতি বছরের এক দিনের বিশ্বকাপ। আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে প্রথম ম্যাচে খেলবে গত বারের দুই ফাইনালিস্ট নিউ জ়িল্যান্ড এবং ইংল্যান্ড। বেশি বাউন্ডারি মেরে গত বারের বিশ্বকাপ জিতেছিল ইংল্যান্ড। নিউ জ়িল্যান্ড এ বার বদলা নিতে মরিয়া। 

এ বারই প্রথম একক ভাবে বিশ্বকাপ আয়োজন করছে ভারত। বস্তুত, ১৯৮৩ সালের পর এই প্রথম কোনও দেশ একক ভাবে বিশ্বকাপ আয়োজন করছে। ফলে এই বিশ্বকাপ আগেরগুলির থেকে আলাদা। পুরস্কারমূল্যের অঙ্ক বৃদ্ধি পাওয়া ছাড়াও দর্শকদের সেরা মানের অভিজ্ঞতা দিতে মরিয়া আয়োজকেরা।বৃহস্পতিবার আমদাবাদে নিরাপত্তার কোনও ত্রুটি থাকছে না। খলিস্তানিদের হুঁশিয়ারি গুরুত্ব সহকারে দেখা হয়েছে। তাই মোতেরা স্টেডিয়ামে হাজির থাকবে সাড়ে তিন হাজার পুলিশ। বহুস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা থাকছে। মাঠে ১৬ জন আইপিএস অফিসার থাকবেন। রাস্তায় প্রচুর ট্র্যাফিক পুলিশ রাখা হচ্ছে। স্টেডিয়ামের ভেতরে এবং বাইরে নিরাপত্তার আলাদা আলাদা ব্যবস্থা। 

বৃহস্পতিবার বিশ্বকাপের প্রথম ম্যাচে নামার আগে দুই দলই বেশ চিন্তায়। নিউ জ়‌িল্যান্ডের দুই ক্রিকেটারকে নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। অধিনায়ক কেন উইলিয়ামসনকে নিয়ে আগেই চিন্তা ছিল। সেই তালিকায় যোগ হল টিম সাউদির নাম। এ দিকে, ইংল্যান্ড না-ও পেতে পারে বেন স্টোকসকে। আইপিএলে খেলতে গিয়ে হাঁটুতে চোট পেয়েছিলেন উইলিয়ামসন। বিশ্বকাপে খেলতে পারবেন কি না, সন্দেহ ছিল। কিন্তু বুধবার ক্যাপ্টেন্স ডে-তে হাজির ছিলেন তিনি। যদিও নিজের খেলা নিয়ে কোনও নিশ্চয়তা দিতে পারলেন না।

AUTHOR :RIMA

টি-টোয়েন্টি-বিশ্বকাপের-জন্য-বিশেষ-প্রস্তুতি-নিচ্ছেন-কোহলি,-ফিটনেস-বাড়াতে-কী-করছেন Read Previous

টি-টোয়েন্টি বিশ্বকাপের ...

বাংলাদেশকে-উড়িয়ে-এশিয়ান-গেমসে-সোনার-দরজায়-ঋতুরাজরা Read Next

বাংলাদেশকে উড়িয়ে এশিয়া...