You will be redirected to an external website

রঞ্জি অভিষেকেই শতরান ‘টুয়েলভ্‌থ ফেল’ পরিচালকের ছেলের

রঞ্জি-অভিষেকেই-শতরান-‘টুয়েলভ্‌থ-ফেল’-পরিচালকের-ছেলের

রঞ্জি অভিষেকেই শতরান ‘টুয়েলভ্‌থ ফেল’ পরিচালকের ছেলের

বলিউডে এই মুহূর্তে সাড়া ফেলেছে ‘টুয়েলভ্‌থ ফেল’ সিনেমা। দ্বাদশ ফেল এক ছাত্রের আইপিএস অফিসার হয়ে ওঠার কাহিনি নাড়িয়ে দিয়েছে সিনেপ্রেমীদের। সেই সিনেমার পরিচালক বিধু বিনোদ চোপড়ারও প্রশংসা চলছে সর্বত্র। এর মাঝেই বিধু বিনোদের ছেলে অগ্নি চোপড়াও শিরোনামে চলে এসেছেন। রঞ্জি ট্রফিতে অভিষেক ম্যাচেই শতরান করে তাক লাগিয়ে দিয়েছেন তিনি। মি‌জ়‌োরামের ক্রিকেটার অগ্নি ১৭৯ বলে ১৬৬ রানের ইনিংস খেলেছেন সিকিমের বিরুদ্ধে।

তবে মুম্বইয়ে জুনিয়র ক্রিকেট খেলে তাঁর উত্থান। কিন্তু কড়া প্রতিযোগিতার বাজারে মুম্বই দলে সুযোগ মেলা কঠিন দেখেই তিনি মিজ়‌োরামের হয়ে খেলার সিদ্ধান্ত নেন। গত বছরের অক্টোবরে সীমিত ওভারের ক্রিকেটে মিজ়োরামের হয়ে অভিষেক অগ্নির। 

এক মাস পরে এক দিনের ক্রিকেটে অভিষেক অগ্নির। বিজয় হজারে ট্রফিতে চণ্ডীগড়ের বিরুদ্ধে সেই ম্যাচে ১৫ রান করেন। বাকি দুই ফরম্যাটে অভিষেক মনে রাখার মতো না হলেও রঞ্জি ট্রফিতে তাঁর ইনিংস বাকিদের ছাপিয়ে গিয়েছে। ২৫ বছরের বাঁহাতি ব্যাটার গুজরাতের গোকুলভাই সোমভাই পটেল স্টেডিয়ামে সিকিমের বিরুদ্ধে দারুণ শতরান করেছেন। তার থেকেও বড় ব্যাপার, দলের ৭৫ শতাংশ রান এসেছে অগ্নির ব্যাট থেকে। 

AUTHOR :RIMA

টি-টোয়েন্টি-বিশ্বকাপের-জন্য-বিশেষ-প্রস্তুতি-নিচ্ছেন-কোহলি,-ফিটনেস-বাড়াতে-কী-করছেন Read Previous

টি-টোয়েন্টি বিশ্বকাপের ...

Virat-Kohli:-রাম-মন্দিরের-উদ্বোধনী-অনুষ্ঠানে-আমন্ত্রণ-পেলেন-ক্রিকেটার-বিরাট-কোহলি Read Next

Virat Kohli: রাম মন্দিরের উদ্বো...