You will be redirected to an external website

Wimbledon 2024: উইম্বলডনে অঘটন, প্রথম রাউন্ডেই বিদায় গত বারের চ্যাম্পিয়ন ভন্দ্রোসোভার

Wimbledon-2024:-উইম্বলডনে-অঘটন,-প্রথম-রাউন্ডেই-বিদায়-গত-বারের-চ্যাম্পিয়ন-ভন্দ্রোসোভার

প্রথম রাউন্ডেই বিদায় গত বারের চ্যাম্পিয়ন ভন্দ্রোসোভার

 স্ট্রেট সেটে হেরে বিদায় নিলেন গত বারের মহিলাদের সিঙ্গলস চ্যাম্পিয়ন মার্কেটা ভন্দ্রোসোভা। অবাছাই জেসিকা বৌজাস মানেইরোর কাছে হেরেছেন তিনি। অন্য দিকে প্রতিযোগিতা থেকে নাম তুলে নিয়েছেন ব্রিটেনের অ্যান্ডি মারে।

১৯৯৪ সালে শেষ বার মহিলাদের কোনও ডিফেন্ডিং চ্যাম্পিয়ন প্রথম রাউন্ডেই বিদায় নিয়েছিলেন। সে বার লরি ম্যাকনিলের কাছে হেরেছিলেন স্টেফি গ্রাফ। ৩০ বছর পরে আবার সেই ঘটনা ঘটল।

প্রথম সেট থেকেই ভুল করতে শুরু করেন ভন্দ্রোসোভা। প্রথম সেটে ২৮টি আনফোর্সড এরর করেন তিনি। তার ফায়দা নেন জেসিকা। প্রথম সেট ৬-৪ গেমে জিতে নেন তিনি। দ্বিতীয় সেটে আরও খারাপ খেলেন ভন্দ্রোসোভা। দেখে মনেই হচ্ছিল না, গত বারের চ্যাম্পিয়ন খেলতে নেমেছে। গোটা ম্যাচে সাত বার ডাবল ফল্ট করেন তিনি। পাঁচ বার তাঁর সার্ভিস ভাঙেন জেসিকা। নিজের ভুলের খেসারত দিতে হল ভন্দ্রোসোভাকে। ৬-২ গেমে দ্বিতীয় সেট জিতে ম্যাচ জিতে নেন জেসিকা। 

গত মাসে ফরাসি ওপেনে তৃতীয় রাউন্ডে বিদায় নিয়েছিলেন ভন্দ্রোসোভা। উইম্বলডনের আগে বার্লিনে ঘাসের কোর্টে একটি ম্যাচ খেলেছিলেন তিনি। সেখানেও দ্বিতীয় রাউন্ডের বেশি এগোতে পারেননি। ভন্দ্রোসোভা যে একেবারেই ফর্মে নেই তা বোঝা গেল উইম্বলডনের প্রথম রাউন্ডেই।

পুরুষদের সিঙ্গলসে রাফায়েন নাদালের পরে এ বার নাম তুলে নিলেন অ্যান্ডি মারেও। ২২ জুন মেরুদণ্ডে অস্ত্রোপচার হয়েছিল তাঁর। সময়ের মধ্যে সুস্থ হতে পারেননি তিনি। 

AUTHOR :RIMA

টি-টোয়েন্টি-বিশ্বকাপের-জন্য-বিশেষ-প্রস্তুতি-নিচ্ছেন-কোহলি,-ফিটনেস-বাড়াতে-কী-করছেন Read Previous

টি-টোয়েন্টি বিশ্বকাপের ...

PM-Modi:-দেশে-ফিরেই-প্রধানমন্ত্রীর-সঙ্গে-প্রাতরাশ-বিশ্বজয়ীদের,-সকালে-দেশে-ফিরছেন-বিশ্বজয়ীরা Read Next

PM Modi: দেশে ফিরেই প্রধানমন্...