লন্ডনে কীর্তন শুনতে গেলেন বিরাট-অনুষ্কা
বিলেতের মাটিতে কীর্তন শোয়ে অংশ নিলেন তারকা দম্পতি। সোশ্যাল মিডিয়ায় ঝড়ের বেগে ভাইরাল হয়েছে সেই ভিডিও।
গত সপ্তাহেই লন্ডনের ওভালে বসেছিল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আসর। যেখানে অস্ট্রেলিয়ার কাছে হেরে ট্রফি হাতছাড়া হয় টিম ইন্ডিয়ার (Team India)। তবে খেলা শেষ হয়ে গেলেও লন্ডনে অন্য মেজাজে দেখা গেল সস্ত্রীক কোহলিকে। সম্প্রতি লন্ডনে কৃষ্ণ দাস কীর্তন শোয়ে অতিথি হিসেবে হাজির হয়েছিলেন তাঁরা। যেখানে কীর্তনের তালে মগ্ন হয়ে গেলেন বিরুষ্কা। কড়তালি, নাম সংকীর্তনের মধ্যে খেলা, বিনোদন আর আধ্যাত্মিক দুনিয়া যেন মিলেমিশে একাকার হয়ে গেল।
দীর্ঘদিন অফ ফর্মে থাকার পর শ্রীলঙ্কার বিরুদ্ধে সীমিত ওভারে ছন্দে ফিরেছেন কোহলি। যার আগে নিম করোলি বাবার আশ্রমে গিয়েছিলেন তিনি। নিয়েছিলেন আশীর্বাদ। আবার চলতি বছর টেস্টেও ফেরে সুদিন দেখতে পারছেন না তিনি। কখনও উত্তরাখণ্ডের আশ্রমে তো কখনও মধ্যপ্রদেশের উজ্জয়ীনি মন্দিরে পুজো দিতে দেখা যায় কোহলি (Virat Kohli) ও অনুষ্কাকে। তারপরই যেন ভাগ্যের আমূল পরিবর্তন। তাই হয়তো যত দিন যাচ্ছে, ঈশ্বরের প্রতি ভক্তি ততই বাড়ছে কোহলির।