You will be redirected to an external website

India Cricket:বিশ্বকাপ জিতে বিরাট, রোহিত, জাডেজার অবসর! বিদায় জানিয়েছেন তিন ক্রিকেটার

India-Cricket:বিশ্বকাপ-জিতে-বিরাট,-রোহিত,-জাডেজার-অবসর!-বিদায়-জানিয়েছেন-তিন-ক্রিকেটার

বিশ্বকাপ জিতে বিরাট, রোহিত, জাডেজার অবসর!

এক দিনের ব্যবধানে বিদায় জানিয়েছেন তিন ক্রিকেটার। টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে দেশের হয়ে ছোট ফরম্যাট থেকে অবসর নিয়েছেন বিরাট কোহলি, রোহিত শর্মা ও রবীন্দ্র জাডেজা। ভারতীয় দলে তাঁদের পরিবর্ত কারা হতে পারেন?

বিশ্বকাপের পরে ৬ জুলাই থেকে জ়িম্বাবোয়ের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ় খেলবে ভারত। সেখানে বেশ কয়েক জন তরুণ ক্রিকেটারকে জায়গা দেওয়া হয়েছে। জ়িম্বাবোয়ে সিরিজ়ের পরে শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ় রয়েছে। এই সিরিজ়গুলিতেই দেখে নেওয়া হবে বিরাট, রোহিত ও জাডেজার জুতোয় পা গলানোর জন্য কারা উপযুক্ত।

বিরাট ও রোহিত ভারতীয় দলে ওপেনার হিসাবে খেলেছেন। বিশ্বকাপের দলে আর এক জন ওপেনার ছিলেন। যশস্বী জয়সওয়াল। এ বার ভারতের টি-টোয়েন্টি দলে পাকাপাকি ভাবে নিজের জায়গা করে নেবেন যশস্বী। আরও এক ওপেনার শুভমন গিলকে রিজ়ার্ভ ক্রিকেটার হিসাবে নেওয়া হয়েছিল। জ়িম্বাবোয়ে সিরিজ়ে তিনিই অধিনায়ক। বিরাট, রোহিতের পরে দলের জায়গা পাকা হতে পারে শুভমনের।

জাডেজা অবসর নেওয়ায় ভারতীয় দলে অক্ষর পটেলের জায়গা আরও পাকা হয়েছে। এ বারের বিশ্বকাপে জাডেজা ফর্মে না থাকায় অক্ষর বল হাতে অনেক বেশি সুযোগ পেয়েছেন। ব্যাট হাতেও রান করেছেন তিনি। ফলে অক্ষরই যে এর পরে টি-টোয়েন্টিতে ভারতের প্রধান স্পিনার অলরাউন্ডার হতে চলেছেন তা বলে দেওয়া যায়।

AUTHOR :RIMA

টি-টোয়েন্টি-বিশ্বকাপের-জন্য-বিশেষ-প্রস্তুতি-নিচ্ছেন-কোহলি,-ফিটনেস-বাড়াতে-কী-করছেন Read Previous

টি-টোয়েন্টি বিশ্বকাপের ...

Rohit-Sharma:-পিঠে-কন্যা,-কাঁধে-দেশ,-পাশে-ভাই…-রত্নগর্ভা-পূর্ণিমার-ইন্সটা-পোস্ট-ভাইরাল Read Next

Rohit Sharma: পিঠে কন্যা, কাঁধে দ...