You will be redirected to an external website

India Vs West Indies: ৫০০তম ম্যাচে শতরানের পথে বিরাট,ব্যাটে প্রথম দিন ২৮৮ রান করল ভারত

India-Vs-West-Indies:-৫০০তম-ম্যাচে-শতরানের-পথে-বিরাট,ব্যাটে-প্রথম-দিন-২৮৮-রান-করল-ভারত

৫০০তম ম্যাচে শতরানের পথে বিরাট

মধ্যাহ্নভোজের বিরতির আগেই অর্ধশতরান করেন রোহিত শর্মা ও যশস্বী জয়সওয়াল। কিন্তু বিরতির পরে খেলায় ফিরল ওয়েস্ট ইন্ডিজ়। পর পর চার উইকেট পড়ল ভারতের। কিছুটা চাপে পড়ে গিয়েছিল ভারত। সেখান থেকে আবার খেলার রাশ নিজেদের হাতে নিল ভারত। বিরাট কোহলি ও রবীন্দ্র জাডেজা দলের ইনিংস সামলালেন। নিজের ৫০০তম আন্তর্জাতিক ম্যাচে শতরানের থেকে ১৩ রান দূরে রয়েছেন বিরাট। রোহিত, যশস্বী ও বিরাটের ব্যাটে প্রথম দিনের শেষে ভারতের রান ৪ উইকেটে ২৮৮।

রোহিত জানান, তিনি টসে জিতলে ব্যাট নিতেন। প্রথম সেশনে ভারতের ব্যাটিং দেখে মনে হচ্ছিল, ভুল সিদ্ধান্ত নিয়েছেন ব্রেথওয়েট। ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে প্রথম টেস্টে রোহিত ও যশস্বী যেখানে শেষ করেছিলেন, দ্বিতীয় টেস্টে সেখান থেকেই শুরু করেন তাঁরা। যশস্বী প্রথম বল থেকে শট খেলছিলেন। অন্য দিকে শুরুর কয়েকটি বল বাদ দিলে আক্রমণাত্মক মেজাজে দেখা গেল ভারত অধিনায়ককে। পছন্দের শট খেলছিলেন তাঁরা। বোলারদের গতি ব্যবহার করে উইকেটের পিছনে অনেক রান করছিলেন।প্রথমে যশস্বীর রান রোহিতের থেকে বেশি হলেও ধীরে ধীরে সতীর্থকে টপকে যান রোহিত। ৭৪ বলে নিজের অর্ধশতরান করেন তিনি। কিমার রোচের বাউন্সারে পুল মারেন রোহিত। বল গিয়ে পড়ে মিড উইকেট বাউন্ডারির বাইরে। যশস্বী ৪৯ বলে অর্ধশতরান করেন। অভিষেক টেস্টে শতরানের পরে দ্বিতীয় টেস্টেও ভরসা দিচ্ছিলেন এই বাঁ হাতি ওপেনার।

বিরতির পরেই বিপর্যয়। তিন নম্বরে নেমে আরও এক বার ব্যর্থ শুভমন গিল। রোচের বলে খোঁচা মেরে ১০ রানে আউট হয়ে ফেরেন তিনি। রোহিতের রানের গতিও কমে গিয়েছিল। কিছুটা অধৈর্য হয়ে পড়েছিলেন তিনি। শেষে ৮০ রানের মাথায় বাঁ হাতি স্পিনার জোমেল ওয়ারিকানের বলের লাইন বুঝতে পারেননি রোহিত। বল তাঁর ব্যাটের পাশ দিয়ে গিয়ে অফস্টাম্পে লাগে। বোল্ড হয়ে সাজঘরে ফেরেন রোহিত। চা বিরতির ঠিক আগেই আট রান করে আউট হন অজিঙ্ক রাহানে। মাত্র ৪২ রানে চার উইকেট হারায় ভারত।

আন্তর্জাতিক ক্রিকেটে নিজের ৫০০তম ম্যাচে অর্ধশতরান করেন বিরাট। ওয়ারিকানের বলে কভার অঞ্চলে চার মেরে ৫০ রান পূর্ণ করেন তিনি। প্রথম দিনের শেষ পর্যন্ত ব্যাট করার পরিকল্পনা করে খেলছিলেন তাঁরা। ওয়েস্ট ইন্ডিজ় দলে চার পেসার থাকায় ওভারের গতিও মন্থর ছিল। বড় শটের দিকে না তাকিয়ে উইকেটের মধ্যে দ্রুত রান করছিলেন দুই ব্য়াটার। ওয়ারিকানের বলে সাবধানে ব্যাট করছিলেন।

AUTHOR :RIMA

টি-টোয়েন্টি-বিশ্বকাপের-জন্য-বিশেষ-প্রস্তুতি-নিচ্ছেন-কোহলি,-ফিটনেস-বাড়াতে-কী-করছেন Read Previous

টি-টোয়েন্টি বিশ্বকাপের ...

টেস্টের-দ্বিতীয়-দিন-একগুচ্ছ-রেকর্ড-কোহলির,-৩৫২-রানে-এগিয়ে-ভারত Read Next

টেস্টের দ্বিতীয় দিন একগ...